২০০২ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজ্যে ভোটার বৃদ্ধি হয়েছে ৬৭.২৮ শতাংশ, জানাল কমিশন

Published on:

Published on:

Election Commission Data Shows Voter Boom in Bengal Border Areas

বাংলা হান্ট ডেস্কঃ এসআইআর আবহে সামনে এল বিস্ফোরক তথ্য। নির্বাচন কমিশনের (Election Commission) সর্বশেষ পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ২০০২ সাল থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা আশ্চর্যজনক হারে বেড়েছে। পুরো রাজ্যে বৃদ্ধির হার ৬৭.২৮ শতাংশ! তবে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটার বৃদ্ধি সবচেয়ে বেশি, জানাল কমিশন (Election Commission)

নির্বাচন কমিশনের (Election Commission)তথ্য অনুযায়ী, ২৩ বছরে মালদহে ভোটার বৃদ্ধি হয়েছে ৯৫ শতাংশ, জলপাইগুড়িতে ৮২ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৮৩ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭২ শতাংশ। উত্তর দিনাজপুরে ভোটার সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি, অর্থাৎ প্রায় ১০৫ শতাংশ। অন্যদিকে, রাজধানী কলকাতায় ভোটার বৃদ্ধির হার মাত্র ৪ শতাংশ। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, সীমান্তবর্তী জেলাগুলিতেই অস্বাভাবিক হারে নতুন ভোটার যুক্ত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই সময়ের মধ্যে রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে ভোটার বৃদ্ধির হার কোনও ভাবেই মিলছে না।

কোন সময়ে কতটা বেড়েছে ভোটার সংখ্যা?

নির্বাচন কমিশনের (Election Commission) রিপোর্ট বলছে, ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভোটার বৃদ্ধি হয়েছে ১২ শতাংশ। ২০০৯-২০১০ অর্থবর্ষে বৃদ্ধি ছিল ৪.৯৯ শতাংশ, ২০১০-১১ সালে ২.৪ শতাংশ। তবে ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে, অর্থাৎ যখন বামফ্রন্ট যুগ শেষ হয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, তখনই ভোটার বৃদ্ধি হয়েছে সর্বাধিক, ২১.৮ শতাংশ। এরপর ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে বৃদ্ধির হার কিছুটা কমে দাঁড়িয়েছে ১২ শতাংশে। ফলে বোঝা যাচ্ছে, ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যেই ভোটার বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি।

এই অস্বাভাবিক ভোটার বৃদ্ধির তথ্য সামনে আসতেই পুরনো অভিযোগ ফের সামনে আনল বিজেপি। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “এই প্রশ্নগুলো শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই তুলে আনছেন। SIR হচ্ছে এক্ষেত্রে প্রতিষেধক। জমিতে পোকা মারতে প্রতিষেধক দিলে যেমন মাটির নীচে লুকিয়ে থাকা পোকামাকড় বেরিয়ে আসে, এক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন।”

তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী পালটা বলেন, “সিলেবাসে বলা ছিল সংখ্যালঘু তাড়াও। এখন হচ্ছে মতুয়া তাড়াও, এসএসটি তাড়াও। সীমান্তবর্তী এলাকায় যে বিপুল উত্থান, তা নতুন কিছু নয়। সীমান্তবর্তী এলাকায় অধিকাংশ ক্ষেত্রেই সাংসদ কারা, সেটাও একবার দেখা উচিত।”

Election Commission Data Shows Voter Boom in Bengal Border Areas

আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিং পড়া একেবারে ফ্রি! রাজ্যের ফ্রিশিপ স্কলারশিপে মিলছে সুবর্ণ সুযোগ

প্রসঙ্গত, ২০০২ সালে যখন প্রথমবার SIR হয়েছিল, তখনও সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটার বৃদ্ধির ইঙ্গিত মিলেছিল। ২০২৫ সালে ফের SIR প্রক্রিয়া শুরু হওয়ার প্রাক্কালে সেই একই বিষয় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নির্বাচন কমিশনের (Election Commission) এই রিপোর্ট প্রমাণ করছে, গত দুই দশকে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ভোটার সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।