বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে নির্বাচন। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। তার আগে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় তথ্য দিল নবান্ন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার।
সামনেই ফের বিধানসভা ভোট, ভালো খবর কি আসবে? Lakshmir Bhandar
২১-র সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের ১ কোটি ৪৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে রাজ্য। এবারে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে এসে দেখা যাচ্ছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেয়েছেন রাজ্যের ২ কোটি ২০ লক্ষ ২৫ হাজার ৩৪২ জন মহিলা।
এই দুই কোটিরও অধিক উপভোক্তার হাতে গত ৫০ মাসে ৭২ হাজার ১২৯ কোটি টাকার আর্থিক সাহায্য তুলে দিয়েছে মমতা সরকার। উল্লেখ্য, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। শুধু তাই নয়, ষাটোর্ধ্ব হলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতা পেতে শুরু করেন।
শুরুতে এই প্রকল্পে আওতায় তফসিলি জাতি ও উপজাতির উপভোক্তাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হতো। অন্যান্যদের ৫০০ টাকা করে দেওয়া হতো। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় অনুদান বাড়তে চলছে বলে জল্পনা জোরালো হচ্ছে।

আরও পড়ুন: রাত পোহালেই বড়সড় পাল্টি মারবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে পাকাপাকি শীত কবে থেকে? পূর্বাভাস জানুন
রাজ্যের সাম্প্রতিক রিপোর্ট বলছে, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের মধ্যে ২৯ লক্ষ ৪৫ হাজার ৯৭২ জন তফসিলি সম্প্রদায়ের, তফসিলি উপজাতির উপভোক্তার সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৪২৭ জন। সমাজের সমস্ত স্তরের মহিলাদের হাতে মাসে মাসে নগদের জোগান নিশ্চিত করেছে নবান্ন।













