বাংলা হান্ট ডেস্ক: প্যান কার্ড (PAN Card) ব্যবহারকারীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। বিশেষ করে যাঁরা বারবার ডেডলাইন পার হওয়ার পরেও তাঁদের প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করেননি এই প্রতিবেদনটি তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে, যাঁরা এখনও এটি করেননি তাঁরা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এই বিষয়ে আয়কর বিভাগ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। মূলত, আয়কর বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে যে যদি আপনার প্যান কার্ড আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করা থাকে, তাহলে সেটি আর ১ জানুয়ারি, ২০২৬ থেকে বৈধ থাকবে না।
প্যান কার্ড (PAN Card) ব্যবহারকারীদের জন্য বড় আপডেট:
৩১ ডিসেম্বরের মধ্যে আপনার প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করুন: জানিয়ে রাখি, যদি আপনার প্যান কার্ড (PAN Card) নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আয়কর দাখিল করা থেকে শুরু করে রিফান্ড পাওয়া পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ কাজ করা আপনার পক্ষে কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) জানিয়েছে যে, ১ অক্টোবর, ২০২৫-এর আগে ইস্যু করা প্যানগুলি ৩১ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। অন্যথায়, ওই প্যান নিষ্ক্রিয় করা হবে। জানিয়ে রাখি যে প্যান হল একটি ১০ ডিজিটের একটি নম্বর। যেটি আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়।

ট্যাক্স সম্পর্কিত সমস্ত তথ্য প্যানের সঙ্গে সংযুক্ত: উল্লেখ্য যে, ট্যাক্স সম্পর্কিত সমস্ত তথ্য আপনার প্যানের সঙ্গে সংযুক্ত থাকে। এই তথ্য ট্যাক্স প্রদান, TDS কাটা এবং রিটার্ন দাখিল করতে ব্যবহৃত হয়।
জালিয়াতি রোধ করতে, আয়কর বিভাগ প্যানকে (PAN Card) আধারের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। ইতিমধ্যেই এই কারণে আয়কর বিভাগ একাধিক ডেডলাইন ঘোষণা করেছিল। বিলম্বের ক্ষেত্রে ১,০০০ টাকা জরিমানাও জারি করা হয়।
প্যান কার্ড নিষ্ক্রিয় হলে কী কী অসুবিধা হবে:
১. আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন না
২. পুরনো রিটার্ন প্রসেস করা হবে না
৩. আপনি রিফান্ড পাবেন না
৪. ভুল রিটার্ন বন্ধ করা হবে
৫. বেশি TDS কাটা হবে
আরও পড়ুন: পিছিয়ে রয়েছে চিনও! বিশ্বে “ম্যানুফ্যাকচারিং লিডার” হয়ে উঠল ভারত, এল চমকে দেওয়া পরিসংখ্যান
অনলাইনে আধারের সঙ্গে প্যান কীভাবে লিঙ্ক করবেন:
১. প্রথমে, আয়কর বিভাগের ওয়েবসাইট, www.incometax.gov.in দেখুন।
২. তারপর, Quick Links-এ যান এবং “Link Aadhaar”-এ ক্লিক করুন।
৩. এরপর, আপনার প্যান (১০ সংখ্যা) এবং আধার (১২ সংখ্যা) লিখুন।
৪. আপনার আধার কার্ডে থাকা নামটিই লিখতে হবে।
৫. “আমি আধারের ডিটেল ভ্যালিডেট করতে সম্মত” অপশনে টিক দিন।
৬. এবার ভ্যালিডেট অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন: বড় সুযোগ পেলেন রাহুল দ্রাবিড়ের কনিষ্ঠ পুত্র অন্বয়! ভারতের এই দলে হলেন সামিল
৩১ ডিসেম্বরের পরে লিঙ্ক করলে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে: উল্লেখ্য যে, ৩১ ডিসেম্বর, ২০২৫-এর পরে যদি আপনি আপনার প্যান (PAN Card) এবং আধার লিঙ্ক করেন, সেক্ষেত্রে আপনাকে ১,০০০ টাকা জরিমানা করা হবে। এমনটা হলে লিঙ্কিং প্রক্রিয়া সম্পন্ন করার পরে, আপনি একটি পপ-আপ দেখতে পাবেন যেখানে লেখা থাকবে, “পেমেন্টের বিবরণ গৃহীত হয়নি।” তারপরে ‘ই-পে ট্যাক্স’-এ ক্লিক করুন। সেখানে আপনার প্যান নম্বর এবং মোবাইল নম্বর লিখুন এবং একটি OTP আসবে। তারপর আপনার অ্যাসেসমেন্ট ইয়ার নির্বাচন করুন। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, অথবা অন্যান্য পদ্ধতি ব্যবহার করে অর্থ প্রদান করতে হবে। আর মাধ্যমেই আপনি আপনার ইনভয়েসটি পেয়ে যাবেন।













