মরশুমের শেষেও অব্যাহত নিম্নচাপের চোখরাঙানি, ইলিশপ্রেমীদের আশায় পড়ল জল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এবছর ইলিশের (Hilsa Fish) মরশুমে মাছ আহরণের ক্ষেত্রে বারেবারে বাদ সেধেছে প্রতিকূল আবহাওয়া। মৎস্যজীবীরা মাছ ধরতে গেলেও তাদের বারবার ফিরে আসতে হয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য। এবছর যেমন প্রচুর বৃষ্টি ইলিশ (Hilsa Fish) উৎপাদনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে, তেমনই আবার এই ঝড়বৃষ্টি, নিম্নচাপের জেরেই ইলিশের জোগানও বাজারে এসেছে কম।

ইলিশ (Hilsa Fish) ধরায় ফের সমস্যা দেখা দিয়েছে

এমনকি মরশুমের শেষের দিকে এসেও আবহাওয়ার খামখেয়ালিপনা পিছু ছাড়ল না মৎস্যজীবীদের। মূলত রাস পূর্ণিমা পর্যন্ত থাকে ইলিশের (Hilsa Fish) মরশুম। কিন্তু এবার রাস পূর্ণিমার মধ্যেই নতুন নিম্নচাপের ভ্রুকুটি থাকায় ফের ইলিশ (Hilsa Fish) ধরায় সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের প্রচার করে উপকূলে ফিরে আসার কথা বলা হয়েছে।

No more hilsa fish to get in this season

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল: আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে ফের এক নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে এগোবে উত্তর পশ্চিম দিকে। এই নিম্নচাপের প্রভাবেই সমুদ্র উত্তাল থাকবে। তার জেরেই মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হয়েছে।

আরও পড়ুন : এবার পোস্ত দিয়ে হোক মিষ্টিমুখ, শীতে স্বাদবদল করতে রইল একেবারে ইউনিক হালুয়ার রেসিপি

ঘূর্ণাবর্তের জেরে প্রতিকূল আবহাওয়া: আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিমি উঁচুতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পূর্ব বাংলাদেশ ও উত্তর পূর্ব অসমেও রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত (Hilsa Fish)। অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা একই জায়গায় ছিল।

আরও পড়ুন : নেপালের গা ঘেঁষে চলবে ট্রেন, সিকিমে আরও এক রেলপথের অনুমোদন কেন্দ্রের

এটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমেই উত্তর ও উত্তর পশ্চিম দিকে মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোবে। মঙ্গল ও বুধবার এই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। প্রায় ৪৫ কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। এদিকে এর জেরেই এ বছরের মতো ইলিশ ধরায় ইতি পড়ল বলে মনে করা হচ্ছে।