৫ বছরে মিলেছে ২,০০০ শতাংশেরও বেশি রিটার্ন! শেয়ার বাজারে ঝড় তুলছে এই কোম্পানির শেয়ার

Published on:

Published on:

This company's stock have given huge returns in the share market.

বাংলা হান্ট ডেস্ক: চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে হিটাচি এনার্জি ইন্ডিয়ার দুর্ধর্ষ প্রফিট পরিলক্ষিত হয়েছে। ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে হিটাচি এনার্জি ইন্ডিয়ার প্রফিট বার্ষিক ভিত্তিতে ৪০৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬৪.৪ কোটি টাকায় পৌঁছেছে। গত বছর একই সময়ে হিটাচি এনার্জির মুনাফা ছিল ৫২.৩ কোটি টাকা। গত ৫ বছরে এই কোম্পানির শেয়ারের (Share Market) দামে জোরালো উত্থান দেখা গেছে। বুধবারও হিটাচি এনার্জি ইন্ডিয়ার শেয়ারের দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরে এই কোম্পানির শেয়ারের দাম ২,০০০ শতাংশেরও বেশি বেড়েছে।

লাফিয়ে দাম বাড়ছে এই শেয়ারের (Share Market):

ত্রৈমাসিক ভিত্তিতে হিটাচি এনার্জি ইন্ডিয়ার মুনাফা ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে: ত্রৈমাসিক ভিত্তিতে হিটাচি এনার্জি ইন্ডিয়ার মুনাফা ১০০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির ট্যাক্স পরবর্তী প্রফিটের মার্জিনও তীব্রভাবে বেড়ে ১৩.৮ শতাংশ হয়েছে। গত বছরের একই সময়ে এটি ছিল ৩.৪ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর ২০২৫ ত্রৈমাসিকে হিটাচি এনার্জি ইন্ডিয়ার আয় ছিল ১৯১৫.২ কোটি টাকা। যা বার্ষিক ভিত্তিতে একই সময়ের তুলনায় ২৩.৩ শতাংশ বেশি।

This company's stock have given huge returns in the share market.

আসলে, গত বছরের একই সময়ে হিটাচি এনার্জি ইন্ডিয়ার আয় ছিল ১৫৫৩.৮ কোটি টাকা। কোম্পানির রেভিনিউ ত্রৈমাসিক ভিত্তিতে ২৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে অর্ডার বছরে ১৩.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,২৭১ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এই কাজটি না করলেই ১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হবে PAN Card, বড় ঘোষণা আয়কর বিভাগের

হিটাচি এনার্জি ইন্ডিয়ার শেয়ারের দাম ২,০৭১ শতাংশ বেড়েছে: ভারী বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পের সঙ্গে জড়িত কোম্পানি হিটাচি এনার্জি ইন্ডিয়ার শেয়ারের (Share Market) দাম গত ৫ বছরে প্রায় ২,০৭১ শতাংশ বেড়েছে। ৬ নভেম্বর, ২০২০ তারিখে হিটাচি এনার্জি ইন্ডিয়ার শেয়ারের দাম ছিল ৯৩৬.৯৫ টাকা। এদিকে ২০২৫ সালের ৪ নভেম্বর তারিখে BSE-তে কোম্পানির শেয়ারের দাম ২০৫,২৯.৯০ টাকায় বন্ধ হয়। গত ৪ বছরে হিটাচি এনার্জি ইন্ডিয়ার শেয়ারের দাম ৭৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: পিছিয়ে রয়েছে চিনও! বিশ্বে “ম্যানুফ্যাকচারিং লিডার” হয়ে উঠল ভারত, এল চমকে দেওয়া পরিসংখ্যান

এদিকে, গত ২ বছরে এই সংস্থার শেয়ারের দাম ৩৫৫ শতাংশ বেড়েছে। গত ১ বছরে, কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৪৫ শতাংশ। এই শেয়ারের (Share Market) ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ২১,৭৮৪.৮০ টাকা। যেখানে এর ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ৮,৭৩৮.০৫ টাকা।

বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।