মাথায় বিপদের খাঁড়া, ফের আইনি জটে, সলমনের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ফের আইনি বিপাকে সলমন খান (Salman Khan)। গত কয়েক বছর ধরেই সময়টা বেশ খারাপ যাচ্ছে ভাইজানের। কেরিয়ারে তেমন জোর নেই, অন্যদিকে লাগাতার চলছে প্রাণনাশের হুমকি। আর এবার সলমনের (Salman Khan) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি নেতা। হলটা কী?

সলমনের (Salman Khan) বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা

সলমনের উপরে ক্ষুব্ধ বিজেপি নেতা তথা রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দরমোহন সিং হানি। জানা যাচ্ছে, বিতর্কের কেন্দ্রে একটি পান মশলার বিজ্ঞাপন। বিজেপি নেতা নাকি ওই বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে দায়ের করেছেন মামলা।

BJP leader filed case against Salman Khan

কী অভিযোগ সলমনের বিরুদ্ধে: অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, ওই পানমশলায় নাকি কেশর রয়েছে। কিন্তু বিজেপি নেতার অভিযোগ, এই দাবি ভুয়ো। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বর্তমানে কেশরের দাম কেজি প্রতি প্রায় লাখ চারেক টাকা। এই পাঁচ টাকা দামের পণ্যের মধ্যে এত দামি কেশর থাকা কার্যত অসম্ভব।

আরও পড়ুন : বুকে চাপ ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল ‘আর্য’ জিতুকে!

ক্ষুব্ধ বিজেপি নেতা: আর সেই পান মশলার বিজ্ঞাপনেই দেখা যায় সলমনকে। তাই এবার অভিনেতার (Salman Khan) উপরে চটেছেন বিজেপি নেতা। সটান মামলা ঠুকেছেন তিনি। জানা যাচ্ছে, আগামী ২৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন সলমন।

আরও পড়ুন : অনস্ক্রিন নায়কের সঙ্গে প্রেমচর্চা তুঙ্গে, মাস ঘুরতেই নতুন সিরিয়ালে জলসার নায়িকা!

সম্প্রতি সৌদি আরবের রিয়াধে একটি অনুষ্ঠানে সলমনের মন্তব্য নিয়েও শুরু হয় বিতর্ক। পাকিস্তানের একটি প্রদেশ হওয়া সত্ত্বেও বালোচিস্তানের নাম অন্যান্য স্বাধীন দেশের সঙ্গে উল্লেখ করায় সলমনের (Salman Khan) উপরে নাকি ক্ষুব্ধ পাকিস্তান। শোনা গিয়েছিল, সলমনকে নাকি সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে প্রতিবেশী দেশে। তবে সম্প্রতি বিষয়টি ভুয়ো বলে দাবি করেছে পাকিস্তান।