বাংলা হান্ট ডেস্কঃ শহর জুড়ে শীতের আমেজ। যদিও শহর কলকাতায় এখনও পুরোপুরি শীত পড়েনি। কিন্তু জেলাগুলিতে ধীরে ধীরে পারদ নামছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। ফলে রাতের ও সকালের দিকে রীতিমতো শীত অনুভূত হচ্ছে। এবার কি তবে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) পাকাপাকি শীত চলে এল? কি বলছে আবহাওয়া দপ্তর জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আলিপুর আবহাওয়া দপ্তরের জানিয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এখনই তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে সপ্তাহান্তে শীতের অনুভূতি আরও খানিকটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরে নিম্নচাপ, মৎস্যজীবীদের সতর্কবার্তা
আলিপুর আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান নেবে। এর ফলে বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যেতে নির্দেশ জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উপকূল ছুঁয়ে নিম্নচাপটি ক্রমশ বাংলাদেশের দিকে অগ্রসর হবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন না হলেও আবহাওয়া থাকবে শুষ্ক। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ৬ নভেম্বর, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে রাতে ও সকালে শীতের অনুভূতি আরও বাড়বে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে ঠান্ডা বাড়বে। শুক্র ও শনিবারের মধ্যে দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।













