বাংলা হান্ট ডেস্কঃ ২০২১ থেকে ২০২৫, এই চার বছরে কাঞ্চন মল্লিকের জীবনে নানান উত্থান-পতন ঘটেছে। কখনও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক, কখনও রাজনৈতিক আচরণ নিয়ে সমালোচনা। সব মিলিয়ে টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক প্রায়ই খবরের শিরোনামে। তবে এবার নতুন প্রশ্ন উঠেছে, পরবর্তী বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাবেন তো কাঞ্চন মল্লিক? সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। আসুন জেনে নিন কি বলেছেন তিনি।
আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে কী বললেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)?
২০২১ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে উত্তরপাড়া কেন্দ্র থেকে বিধায়ক হন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। টলিউডে তাঁর জনপ্রিয়তা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসাতেই বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু তার পরের বছরগুলোতে কাঞ্চনকে বারবার দেখা গিয়েছে বিতর্কের কেন্দ্রে। গত বছর অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। তাঁদের কোলে এসেছে কন্যাসন্তানও। বুধবার ছিল সেই সন্তানের এক বছরের জন্মদিন, আর সেখানেই হাজির হয় রাজনীতি প্রসঙ্গ।
টিকিট প্রসঙ্গে অকপট কাঞ্চন
এক সাংবাদিক প্রশ্ন করেন, “আগামী নির্বাচনে যদি দল টিকিট না দেয়?” উত্তরে কাঞ্চন (Kanchan Mullick) সোজাসাপটা জবাব দিয়ে3 বলেন, “২০২১-এ টিকিট পাওয়ার জন্য আমি কোথাও দৌড়ইনি। এটা আমার উপরি পাওনা। এর জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই। সবই তাঁর ইচ্ছে।” এরপর তিনি বলেন, “আগেও কোনও আশা ছিল না, এখনও নেই। টিকিট না পেলে অভিনয় করব। আগেও করতাম, এখনও করছি।”
অর্থাৎ কাঞ্চন মল্লিক তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দেন যে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তেমন আশাবাদী নন উত্তরপাড়ার এই বিধায়ক।
বিধায়ক হওয়ার পর থেকে একাধিক ইস্যুতে বারবার বিতর্কে নাম জড়িয়েছে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick)। গত বছর সন্তানের জন্মের পর স্ত্রীর ৬ লক্ষ টাকার মেডিক্যাল বিল বিধানসভায় জমা দিয়েছিলেন কাঞ্চন। সেই বিল নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয় তীব্র সমালোচনা। তারপর আরজি কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকরা পথে নামলে কাঞ্চনের মন্তব্য, “সরকারি বেতনটা নিচ্ছেন তো? পুজোর বোনাস নেবেন তো?” এই মন্তব্যে তোলপাড় টলিপাড়া। অনেক সহ-অভিনেতা প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে সরব হন। এমনকি কিছুদিন আগেই চিকিৎসক নিগ্রহের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, নিজের ক্ষমতা দেখিয়ে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন কাঞ্চন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সভায় ‘অপমান’?
গত লোকসভা ভোটের সময় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। সেখানেও ঘটেছিল বিতর্কিত ঘটনা। ঘটনা সূত্রে জানা যায় মঞ্চের সামনে গাড়ি থেকে তাঁকে নাকি নামিয়ে দেন কল্যাণ। তার পর থেকেই তৃণমূলের অন্দরে কানাঘুষো আলোচনা চলতে থাকে কাঞ্চনের পরবর্তী টিকিট পাওয়া নিয়ে।

আরও পড়ুনঃ ‘দিদিমণির কর্মচারী হয়ে গিয়েছেন বিডিওরা’, CAA ক্যাম্প থেকে মমতাকে নিশানা করে বিস্ফোরক সুকান্ত
সব মিলিয়ে কাঞ্চন মল্লিক এখন রাজনীতি না অভিনয়, কোন পথে হাঁটবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে কাঞ্চন মল্লিক স্পষ্ট জানিয়েছেন, “টিকিট না পেলে অভিনয় করব।” রাজনীতি যে তাঁর জীবনের একমাত্র লক্ষ্য নয়, সেটা এদিন স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন এই টলিউড তারকা তথা রাজনীতিক।













