বাংলা হান্ট ডেস্কঃ ফের চাঞ্চল্যকর ঘটনায় আরও একবার কেঁপে উঠল রাজ্য। এবার নির্যাতনের (Rape) শিকার হলেন এক বিশেষভাবে সক্ষম যুবতী। ওই যুবতীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর প্রকাশকাল আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
ঘটনায় (Rape) ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত
ঘটনাটি ঘটেছে হুগলির তাঁতিশালে। বিশেষভাবে সক্ষম ওই যুবতীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তর করা হয়েছে বলে খবর। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।
কিভাবে ঘটনাটি ঘটেছে?
পারিবারিক সূত্রে জানা যায়, সমাজের বিশেষভাবে সক্ষম ছিলেন ওই যুবতী। প্রতিদিনের অভ্যাস মতো ওই দিনও বাড়ির পাসের এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, পাশের প্রতিবেশী এক প্রৌঢ় প্রতিবন্ধী মেয়েটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নেন। এরপরই তিনি মেয়েটির সঙ্গে অত্যাচার চালান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ।
এরপর বহুক্ষণ কেটে গেলেও মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের উদ্বেগ বাড়ে। উদ্বিগ্ন হয়ে শুরু হয় খোঁজাখুঁজি। পরে সন্দেহবশত অভিযুক্তের বাড়ির পাশে গেলে মেয়েটির কণ্ঠ শুনতে পান তার মা। তিনি কাছে গিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলে দেখেন মেয়েটি আলগা ও অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন। স্থানীয়রা তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে ধরে ফেলেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।
এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেন অভিযুক্ত ওই প্রৌঢ়কে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে সঙ্গতিসম্পন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায়ও অভিযোগ করেছেন। ঘটনার পিছনে আরও কোনো সহায়ক বা ষড়যন্ত্রী আছে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুনঃ ‘সবই দিদির ইচ্ছে’, টিকিট না পেলে কী করবেন কাঞ্চন মল্লিক? নিজেই জানালেন উত্তর
এই ঘটনায় (Rape) ইতিমধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি প্রতিবন্ধী হওয়ায় মেয়েটির প্রতি সমাজের সুরক্ষা নিশ্চিত করা বিশেষভাবে জরুরী। আবার এই ধরনের অপরাধ যেন না ঘটে তার জন্য প্রশাসনিক মহলের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে আপাতত এই ঘটনায় তাঁতিশালের স্থানীয় বাসিন্দারা এবং নির্যাতিতার পরিবার ন্যায়ের দাবিতে সরব হয়েছেন।













