বাংলা হান্ট ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (ChatGPT) এখন দুনিয়ায় বিরাট চাহিদা। কারণ চ্যাট জিপিটি আপাতত আপনার জন্য নিয়ে এসেছে এক বিরাট চমক। এবার চ্যাট জিপিটি আপাতত আপনার জন্য একেবারে ফ্রি করে দিল ওপেন এ আই (Open AI)। গত মঙ্গলবার দেব ডে এক্সচেঞ্জ ইভেন্টের ঠিক আগে শুধুমাত্র ভারতীয়দের জন্য এই সুবিধা চালু করল মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্থা।
৩৬৫ দিনের জন্য ChatGPT একেবারে ফ্রি, নেই শর্তাবলী (ChatGPT)
আসলে চ্যাট জিপিটি গো সাবস্ক্রিবশন নিতে এতদিন খরচ করতে হতো ৩৯৯ টাকা। সেই প্ল্যান অনুযায়ী আগামী এক বছর একেবারে বিনামূল্যে পাবেন এই চ্যাট জিপিটি গো (ChatGPT) সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে। কিন্তু কেন এমনটা করল ওপেন এআআই।বিশেষজ্ঞদের মতে, ভারত এখন চ্যাট জিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার। আর সেই বাজারে নিজেদের জমি আরও মজবুত করতে এই অফারটি চালু করেছে। মনে করা হচ্ছে এই অফারটির ফলে ভারতে তারা আরও প্রভাব ফেলতে পারবে।

আরও পড়ুন: রোজকার কিছু অভ্যাসই গ্যাস-অম্বলের মূল কারণ, চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন এখনই
কী কী পাবেন এই প্ল্যানে?
বিনামূল্যের প্ল্যান ব্যবহারকারীদের জন্য এটি একটি বিরাট আপগ্ৰেট। কারণ নতুন এই গো প্ল্যানটি আর ফ্রী প্ল্যানে প্লাস ভার্সনের মাঝখানে ঠিক মাঝামাঝি জায়গা। ওপেনএআই এর ভাইস প্রেসিডেন্ট নিক টার্লি নিশ্চিত করেছেন, এর ফলে মানুষের আরও বেশি উপকার হবে। পাশাপাশি এআইয়ের সুবিধা নিতে পারবেন আরও অনেকে।
এক নজরে দেখে নিন কি কি পাবেন এই প্ল্যানে?
- শক্তিশালী GPT-5 মডেলের অ্যাক্সেস।
- ফ্রি প্ল্যানের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ লিমিট।
- ১০ গুণ বেশি ইমেজ জেনারেশন এবং ফাইল আপলোড করার সুবিধা।
- লম্বা মেমরি: কথোপকথনের ধারাবাহিকতা মনে রাখার ক্ষমতা দ্বিগুণ।
- অ্যাডভান্সড ডেটা অ্যানালিসিস টুল, যেমন পাইথন ব্যবহারের সুযোগ।
কিভাবে ফ্রিতে এই প্ল্যান পাবেন?
যদি আপনারা এই সুবিধাটি নিতে চান তাহলে এর প্রক্রিয়া খুবই সহজ। প্রথমে চ্যাট জিপিতে লগইন করুন। এরপর আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে আপগ্রেড প্ল্যান অপশনটি বেছে নিন। সেখানে ট্রাই গো অপশনটি দেখতে পাবেন। তবে মনে রাখবেন এটি প্লাস ভার্সন নয়। এখানে Sora ভিডিও ক্রিয়েশন বা কনটেন্ট টুলস এর মতন অ্যাডভেঞ্চার ফিচারগুলো পাবেন না। তবে ৩০ কোটির বেশি ভারতীয় ব্যবহারকারীকে উন্নত এ আই এর দোরগোড়ায় পৌঁছে দিতে এই নতুন পদক্ষেপ নেওয়া হল। যার ফলে আগামী ১২ মাস ভারতের প্রযুক্তি মানচিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বিশেষ সর্তকতা: যদিও এই প্ল্যানটি বিনামূল্যের। তবে অফারটি সক্রিয় করার জন্য আপনাকে ট্রিক ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মতন কোন একটি পেমেন্ট অপশন যোগ করতে হবে। ১২ মাস পর সক্রিয়ভাবে আপনার সেই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হবে। তবে আপনি যদি তার আগে যদি না আপনি তার সাবস্ক্রিপশন বাতিল করেন (ChatGPT)।













