“পাগলামো”, রাহুলের অভিযোগের পর এবার মুখ খুললেন ব্রাজিলিয়ান মডেল, স্পষ্ট জানালেন…

Published on:

Published on:

In India Brazilian model's photo used on election.

বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) ভোটে নাম ‘ব্রাজিলিয়ান মডেল’ এর ছবি ব্যবহার! ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচন ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটচুরির অভিযোগ তুলে বুধবার বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, হরিয়ানার ভোটার তালিকায় ব্যাপক জালিয়াতি হয়েছে। এমনকি, ব্রাজিলের এক মহিলার ছবি ব্যবহার করে অন্তত ২২টি ভুয়ো পরিচয় তৈরি করা হয়েছে। এই বিস্ফোরক অভিযোগ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। আর এই কাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকা সেই ‘রহস্যময়ী’ও মুখ খুলেছেন অবশেষে।

ভারতে (India) ভোটের তালিকায় ২২ বার ছবি ব্যবহার ব্রাজিলিয়ান মডেলের!

জানা গিয়েছে, ওই মহিলার নাম লরিসা। তিনি পেশায় একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও হেয়ারড্রেসার, ব্রাজিলের বাসিন্দা। সমাজমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় লরিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের (India) রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ভিডিওতে তিনি বলেন, “এ কী পাগলামো! আমি কোনও ভারতীয় নই। কখনও ভারতে যাইনি। আমার ছবি একটি স্টক ইমেজ ওয়েবসাইট থেকে কেনা হয়েছিল। এরপর তা কোথায় ব্যবহার হয়েছে, আমি জানি না। আমি শুধু একজন সাধারণ ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার। ভারতীয়দের আমি ভালোবাসি, কিন্তু ভোটচুরির সঙ্গে আমার কোনও যোগ নেই।”

আরও পড়ুন:অপারেশন সিঁদুরেও মেলেনি শিক্ষা? কাশ্মীরে ফের হামলার ছক পাক মদতপুষ্ট জঙ্গিদের, মিলল রিপোর্ট

লরিসা আরও বলেন, “বহু ভারতীয় আমার ছবিতে কমেন্ট করছেন, কেউ কেউ আবার সাক্ষাৎকার চাইছেন। ভারতীয় সংবাদমাধ্যমে আমার ছবি ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে আমি নাকি ভারতের (India) হরিয়ানার ভোটে অংশ নিয়েছি! এটা সম্পূর্ণ ভুয়ো খবর। আমি কোনও মডেলও নই, বরং একজন হেয়ারড্রেসার।”

রাহুল গান্ধীর অভিযোগে নতুন মাত্রা পেয়েছে হরিয়ানা নির্বাচনের বিতর্ক। দিল্লিতে (India) সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, “হরিয়ানায় মোট ২ কোটি ভোটার। এর মধ্যে প্রায় ২৫ লক্ষই ভুয়ো। অর্থাৎ, রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশই অস্তিত্বহীন। বিজেপি এই ভুয়ো ভোটারদের ব্যবহার করে নির্বাচনে জয় পেয়েছে।” তিনি আরও বলেন, “এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে বিজেপির পরিকল্পনা। গেরুয়া শিবির কংগ্রেসকে হারাতে ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা বিকৃত করেছে।”

In India Brazilian model's photo used on election.

আরও পড়ুন: কলকাতায় শীত আসতে দেরি কেন? আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা জানুন

প্রসঙ্গত, কংগ্রেসের তরফে কয়েকদিন ধরেই ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে রাহুল বড় কোনও “এইচ বোমা” ফাটাতে চলেছেন। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, এই “এইচ বোমা” ঠিক কী? অবশেষে বুধবার সাংবাদিক সম্মেলনে রাহুল জানান, ‘এইচ বোমা’ আসলে হরিয়ানার “ভোটচুরির হরফ”— অর্থাৎ Haryana Election Fraud। ওই অভিযোগেই তিনি দেখান সেই ব্রাজিলিয়ান মহিলার ছবি, দাবি করেন, তাঁর ছবিকে ব্যবহার করে ২২টি ভুয়ো নাম যুক্ত করা হয়েছে ভোটার তালিকায় এবং একই ব্যক্তি হরিয়ানার ১০টি বুথে ভোট দিয়েছেন বলে অভিযোগ। সেই মহিলাই এবার মুখ খুললেন এবং স্পষ্ট জানান ভারতের (India) রাজনীতির সঙ্গে তাঁর কোনওরকম ভাবেই যোগাযোগ নেই।

রাহুলের এই দাবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা ভারতের (India) রাজনৈতিক মহলে। বিজেপি কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রাহুলের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, এই বিতর্ক শুধু ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই নয়, বরং ডিজিটাল তথ্যের নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তুলছে।