বাংলা হান্ট ডেস্কঃ গত চার নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই এসআইআর নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাত চরমে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার দিনেই প্রতিবাদ মিছিল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন সহ-সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। খবর ছড়ায় এই প্রতিবাদ মিছিল করার ২৪ ঘন্টার মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে BLO রা গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসেন, এবং সেই ফর্ম নিজের হাতেই নাকি সংগ্রহ করেছেন মুখ্যমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় কি লিখেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?
সোশ্যাল মিডিয়া এই খবর ছড়ানোর পর আজ, অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি জানান যে, তাঁর বাসভবনে বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) ফর্ম বিতরণ নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।”
এরপর মুখ্যমন্ত্রী আরও লেখেন যে, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।” মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানান, সাধারণ মানুষের মতোই তিনিও প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিজের ফর্ম পূরণ করবেন না। মুখ্যমন্ত্রীর দাবি, “সংবাদমাধ্যমে প্রচারিত খবর, যে তিনি নিজে ফর্ম গ্রহণ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষত, এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য ও কেন্দ্রের দ্বন্দ্বের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই স্পষ্ট অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।













