বাংলাহান্ট ডেস্ক: দেশজুড়ে এখন শুরু হয়ে গিয়েছে এসআইআর বা সোশ্যাল আইডেন্টিফিকেশন রিভিউ (SIR) প্রক্রিয়া। বিহারের পর এবার পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনই বহু মানুষের মনে ভয়ও কাজ করছে। কারণ, এই পর্যবেক্ষণ প্রক্রিয়ার সময় নাগরিকদের পরিচয়পত্র, জাতিগত শংসাপত্র বা ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হয়। অনেকেই আবার জানিয়েছেন, তাঁদের এই নথিগুলির কিছু হারিয়ে গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে— হারানো আধার কার্ড, ভোটার কার্ড বা জাতিগত শংসাপত্র কীভাবে ফেরত পাওয়া যাবে?
এসআইআর (SIR) আবহে হারিয়ে যাওয়া আধার-ভোটার কার্ড কিভাবে ফেরত পাবেন?
এসআইআর (SIR) এর সময় আধার কার্ড খুবই গুরুত্বপূর্ন নথি। সরকারি নিয়ম অনুযায়ী, এই নথিগুলি অনলাইনে পুনরুদ্ধার করা সম্ভব। প্রথমেই আধার কার্ডের কথা ধরা যাক। যদি আধার কার্ড হারিয়ে যায়, তাহলে আপনাকে যেতে হবে www.uidai.gov.in ওয়েবসাইটে। সেখানে ‘Aadhaar Online Services’ বিভাগে গিয়ে ‘Retrieve Lost UID/EID’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নাম, ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে জানাতে হবে আপনি আধার নম্বর নাকি এনরোলমেন্ট আইডি পুনরুদ্ধার করতে চান। তবে, শর্ত একটাই— আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে। তারপর আপনার ফোনে একটি ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি জমা দিলেই UIDAI থেকে ইমেল বা মেসেজের মাধ্যমে আপনার আধার নম্বর পাঠিয়ে দেওয়া হবে। এরপর আপনি সহজেই ই-আধার কার্ড ডাউনলোড করে রাখতে পারবেন।
আরও পড়ুন:“পাগলামো”, রাহুলের অভিযোগের পর এবার মুখ খুললেন ব্রাজিলিয়ান মডেল, স্পষ্ট জানালেন…
এসআইআর (SIR) এর সময় অন্যতম গুরুত্বপূর্ণ নথি ভোটার কার্ড। এই ভোটার কার্ড হারিয়ে গেলে সেটিও অনলাইনে ফেরত পাওয়া সম্ভব। এই ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে Voter Helpline App ডাউনলোড করতে হবে। রেজিস্টার করার পর ‘Search Your Name in Electoral Roll’ অপশনে যেতে হবে। সেখানে মোবাইল নম্বর, নাম বা EPIC নম্বরের মাধ্যমে সার্চ করে ই-ভোটার কার্ড ডাউনলোড করা যাবে। EPIC নম্বর না থাকলে ‘Search by Details’ অপশন সবচেয়ে কার্যকর। নিজের নাম, পদবী, আত্মীয়ের নাম, বয়স, লিঙ্গ, রাজ্য, জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম দিয়ে সার্চ করলেই আপনার ডিজিটাল ভোটার কার্ড পাওয়া যাবে।
এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন বাকি প্রয়োজনীয় নথিপত্র গুলিও অনলাইনে নাম বদল বা যেকোনো সমস্যা সমাধানের সুবিধা রয়েছে। জাতিগত শংসাপত্রের ক্ষেত্রেও রয়েছে অনলাইন সুবিধা। https://castcertificatewb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে SC, ST, OBC বা EWS—যে শ্রেণির শংসাপত্র আপনার প্রয়োজন, সেটি বেছে নিতে হবে। তারপর “Download Certificate” অপশনে গিয়ে শংসাপত্র নম্বর এবং নাম লিখে সার্টিফিকেটটি ডাউনলোড করা যাবে। এ ছাড়াও DigiLocker অ্যাপে লগইন করলে অনেক সরকারি নথি সরাসরি ডিজিটালি পাওয়া যায়। যে সব নথি আপনার ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা আছে— যেমন জন্মসনদ, পাসপোর্ট, জাতিগত শংসাপত্র, আধার, ভোটার আইডি, প্যান কার্ড ইত্যাদি—সবই সেখানে দেখা যাবে।

আরও পড়ুন:অপারেশন সিঁদুরেও মেলেনি শিক্ষা? কাশ্মীরে ফের হামলার ছক পাক মদতপুষ্ট জঙ্গিদের, মিলল রিপোর্ট
এসআইআর (SIR)-এর সময় সরকারের নির্দেশ অনুযায়ী, যেসব নথি পরিচয় প্রমাণের জন্য গ্রহণযোগ্য সেগুলির মধ্যে রয়েছে— সরকারি সংস্থার দেওয়া পরিচয়পত্র, ১ জুলাই ১৯৮৭-এর আগের সরকারি নথি, জন্মসনদ, পাসপোর্ট, শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট যেখানে জন্ম তারিখ আছে, ডোমিসাইল সার্টিফিকেট, বনদপ্তরের সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, এনআরসি সার্টিফিকেট (যদি থাকে), সরকারি জমি বা বাড়ির দলিল ইত্যাদি।
এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন এই নথিগুলি আপডেট ও নিরাপদে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নাগরিক পরিচয় সংক্রান্ত এই যাচাই ভবিষ্যতে নানা সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।













