বাংলাহান্ট ডেস্ক : দৈনন্দিন কাজের ফাঁকে বিনোদনের খোঁজে টেলিভিশনের পর্দায় চোখ রাখেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনেক বাড়িতেই সন্ধে তৈরি বিভিন্ন চ্যানেলে চলতে থাকে নানান সিরিয়াল। দর্শকদের প্রতিক্রিয়া থেকেই আসে টিআরপি (TRP)। প্রতি সপ্তাহে যার ভিত্তিতে নির্ধারিত হয় সিরিয়ালগুলির ভবিষ্যৎ। এই মুহূর্তে টিআরপি (TRP) তালিকায় সমানে সমানে টক্কর চলছে জি বাংলা এবং স্টার জলসার ধারাবাহিকগুলির মধ্যে।
দুই চ্যানেলের মধ্যে টিআরপির (TRP) লড়াই
গত কয়েক সপ্তাহ ধরে একটানা ভালো ফল করছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। অন্যান্য সব সিরিয়ালকে পেছনে ফেলে টিআরপি তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে এই মেগা। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। নম্বর সামান্য কমলেও ৬.৮ টিআরপি (TRP) নিয়ে এক নম্বরে রয়েছে ‘পরিণীতা। রায়ান পারুলের জীবনের টানাপোড়েন দুর্দান্ত টিআরপি আনছে।

নতুনদের দাপট স্পষ্ট: দ্বিতীয় স্থানে রয়েছে জলসার টপার ‘পরশুরাম’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। তারপরেই তিন নম্বরে একসঙ্গে জায়গা করে নিয়েছে জি বাংলা এবং স্টার জলসার দুই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ এবং ‘রাঙামতি তীরন্দাজ’। এই দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৪। পিছিয়ে নেই আর্য-অপর্ণা জুটিও। মোট ৬.২ টিআরপি (TRP) তুলেছে ‘চিরদিনই তুমি যে আমার’।
কেমন নম্বর উঠল তালিকায়: পঞ্চম স্থানে ফের একসঙ্গে দুই সিরিয়াল। ৬.১ পয়েন্ট (TRP) নিয়ে স্থান ভাগাভাগি করে নিয়েছে ‘ফুলকি’ এবং ‘আমাদের দাদামণি’। ছয় নম্বর পুরোটাই জলসার দখলে। একই সঙ্গে এই স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। দুই ধারাবাহিকের ঝুলিতে উঠেছে ৫.৮ পয়েন্ট।
আরও পড়ুন : শর্টকাটের নেশায় বাড়ছে অঘটন, নিরাপত্তা বাড়াতে ঝুঁকিপূর্ণ স্থানে ফেন্সিং দেওয়ার কাজ শুরু শিয়ালদহ
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরিণীতা (৬.৮)
দ্বিতীয়- পরশুরাম (৬.৬)
তৃতীয়- জগদ্ধাত্রী, রাঙামতি তীরন্দাজ (৬.৪)
চতুর্থ- চিরদিনই তুমি যে আমার (৬.২)
পঞ্চম- আমাদের দাদামণি, ফুলকি (৬.১)
ষষ্ঠ- রাজরাজেশ্বরী রাণী ভবানী, ও মোর দরদিয়া (৫.৮)
সপ্তম- চিরসখা (৫.৫)
অষ্টম- লক্ষ্মীঝাঁপি, জোয়ার ভাঁটা (৫.৪)
নবম- তুই আমার হিরো (৫.১)
দশম- কনে দেখা আলো (৪.৯)
আরও পড়ুন : বিএলও-র সঙ্গে যোগাযোগ হচ্ছে না? চিন্তা নেই, অনলাইনেও হবে SIR এর ফর্ম ফিল আপ’, ধাপে ধাপে জানুন প্রক্রিয়া
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বর কমেছে। একই সঙ্গে প্রথম দশে উঠে এসেছে কনে দেখা আলো। টিআরপি তালিকায় দুই চ্যানেলের ধারাবাহিকই টানটান টক্কর দিচ্ছে। আগামীতে নতুন সিরিয়াল আসলে টিআরপির চিত্রটা কতটা বদলায় সেটাই দেখার।













