বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত (Vande Bharat Express) নিয়ে দেশবাসীর উন্মাদনা ক্রমেই চড়ছে। অত্যাধুনিক পরিষেবা সহযোগে দ্রুতগতির এই ট্রেন কম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর চাহিদার কথা মাথায় রেখে আরও নতুন কিছু রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) সংখ্যা বাড়ানো হচ্ছে। আধুনিক রেলব্যবস্থার সম্প্রসারণের অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর বারাণসীতে আরও চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন কোন রুটে চালু হবে এই নতুন বন্দে ভারতগুলি (Vande Bharat Express)?
যাত্রা শুরু করবে নতুন চারটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)
বেনারস-খাজুরাহো বন্দে ভারত (Vande Bharat Express) চালু হতে চলেছে শীঘ্রই। এই ট্রেন সংযুক্ত করবে বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট এবং খাজুরাহোকে। বর্তমানে এই রুটে যে ট্রেনগুলি চলছে, বন্দে ভারত এক্সপ্রেস আরও প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট কম সময়ে পৌঁছে দেবে গন্তব্যে।

কোন কোন রুটে চলবে: চালু হতে চলেছে লখনউ-সাহারানপুর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) যা যুক্ত করবে লখনউ, সীতাপুর, শাহজাহানপুর, বেরেলি, মোরাদাবাদ, বিজনৌর এবং সাহারানপুরকে। এই পুরো সফরটা ট্রেনটি সম্পূর্ণ করবে মাত্র ৭ ঘন্টা ৪৫ মিনিটে। যাত্রীদের সময় বাঁচবে ১ ঘন্টা।
আরও পড়ুন : লেপ-কম্বল রেডি করুন, চলতি সপ্তাহেই শীতের আমেজ, বৃষ্টি কি বিদায় নিল?
ঢের সময় বাঁচবে যাত্রীদের: ফিরোজপুর, ভাতিন্ডা, পাটিয়ালার মতো শহরগুলিকে রাজধানীর সঙ্গে যুক্ত করবে ফিরোজপুর-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই নতুন ট্রেনটি এই রুটে বাণিজ্য, পর্যটনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। ৬ ঘন্টা ৪০ মিনিটেই গন্তব্যে পৌঁছে দেবে এই ট্রেন।
আরও পড়ুন : সকালের প্রার্থনায় গাইতে হবে ‘রাজ্যসঙ্গীত’, জাতীয় সঙ্গীতের কী হবে? স্কুলগুলিকে বড় নির্দেশ রাজ্যের
৮ ঘন্টা ৪০ মিনিটে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে সংযুক্ত করবে এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের সময় বাঁচাবে প্রায় ২ ঘন্টারও বেশি। আগামী শনিবার প্রধানমন্ত্রী ট্রেনগুলি উদ্বোধনের পর এই রুটগুলিতে বাণিজ্যিক এবং পর্যটনের ক্ষেত্রে নতুন জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে।













