খেলার জন্য অনুপযুক্ত মাঠ! কলকাতা থেকে সরল গুরুত্বপূর্ণ ম্যাচ, CAB-কে কড়া বার্তা দিল BCCI

Published on:

Published on:

Cricket Association of Bengal gets strong message from BCCI.

বাংলা হান্ট ডেস্ক: খেলার জন্য মাঠ সম্পূর্ণরূপে অনুপযুক্ত। মাঠের পরিস্থিতি বিচার করে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ম্যাচ সরিয়ে নেওয়া হল দেশবন্ধু পার্ক থেকে। আর এই ঘটনাতেই কার্যত মুখ পড়ল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা CAB (Cricket Association of Bengal)-র। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে BCCI CBI-কে কড়া ইমেইল পাঠিয়েছে বলেও জানা গিয়েছে।

মুখ পুড়ল CAB (Cricket Association of Bengal)-র:

প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি যখন একদিকে ভারতের মহিলা দলের বিশ্বকাপ জয়ের আনন্দে গোটা দেশ মাতোয়ারা ঠিক সেই আবহেই মহিলাদের ক্রিকেট ম্যাচের আয়োজন করতে গিয়েই লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হল CAB (Cricket Association of Bengal)। যার জেরে শুরু হয়েছে তুমুল সমালোচনাও। মূলত, BCCI-র মহিলাদের অনূর্ধ্ব ১৯ T20 টুর্নামেন্টের নক আউট পর্ব সম্পন্ন হচ্ছে কলকাতায়। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ ৬ নভেম্বর ২ টি প্রি কোয়ার্টার ফাইনাল সম্পূর্ণ হওয়ার কথা ছিল দেশবন্ধু পার্কে। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হত দিল্লি এবং উত্তর প্রদেশ। অপরদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অন্ধ্র প্রদেশ এবং রাজস্থান মুখোমুখি হত।

Cricket Association of Bengal gets strong message from BCCI.

এমতাবস্থায়, ম্যাচের আগের দিন অর্থাৎ কত বুধবার মাঠ পরিদর্শনে গিয়েছিলেন ২ জন ম্যাচ রেফারি এবং ৪ জন আম্পায়ার। দেশবন্ধু পার্কে গিয়ে তাঁরা দেখেন যে, মাঠটি সম্পূর্ণ ভিজে এবং অসম্মান রয়েছে। পরিদর্শনের পরেই তাঁরা তৎক্ষণাৎ BCCI-কে বিষয়টি জানানোর পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের জেনারেল ম্যানেজার অ্যাবে কুরুভিল্লা CAB (Cricket Association of Bengal)-র উদ্দেশ্যে কড়া মেল পাঠান।

আরও পড়ুন: একটি চুক্তিতেই রকেটের গতি! শেয়ার বাজারে ৫০ টাকারও কম দামের এই স্টকে ১৫ শতাংশের উত্থান

যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে খেলার ক্ষেত্রে ওই মাঠ সম্পূর্ণ অনুপযুক্ত। শুধু তাই নয়, টুর্নামেন্ট আয়োজনের জন্য বোর্ড যে উন্নত পরিকাঠামোকে মাপকাঠি হিসেবে নির্ধারণ করেছে তার নিরিখেও দেশবন্ধু পার্কের মাঠ আদৌ খেলার উপযুক্ত নয়। এদিকে, বোর্ডের কাছ থেকে এহেন মেল পেয়ে CAB (Cricket Association of Bengal) বিষয়টিতে তাৎক্ষণিকভাবে নজর দেয় এবং দ্রুত দেশবন্ধু পার্ক থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় বারাসাতে। সেখানকার আদিত্য অ্যাকাডেমির মাঠে আয়োজন করা হয় ম্যাচের।

আরও পড়ুন: ভারতের একটি সিদ্ধান্তেই বাংলাদেশে তোলপাড়! লাফিয়ে বাড়ল এই জিনিসের দাম

তবে, বোর্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকা সত্ত্বেও দেশবন্ধু পার্কের মাঠ কেন সঠিকভাবে তৈরি হলনা এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। এমতাবস্থায়, অনেকেই CAB (Cricket Association of Bengal)-র যুগ্মসচিব মদন ঘোষের দিকে আঙ্গুল তুলেছেন। কারণ, তিনিই বর্তমানে মাঠ প্রস্তুতির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। অভিযোগ উঠছে যে মদন মাঠে না গিয়েই গ্রাউন্ডস কমিটির প্রধান অমিতাভ আঢ্যকে জানিয়ে দেন মাঠ খেলার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে CAB সচিব বাবলু কোলে অতিবৃষ্টি এবং ওই মাঠে ফুটবল খেলার কারণ উপস্থাপিত করে মাঠ তৈরির পর্যাপ্ত সময় পাওয়া যায়নি বলে দাবি করেন।