টিআরপির আকাল, ৫ মাস পুরনো মেগায় পড়ল কোপ! বছর ঘোরার আগেই ওলটপালট জলসার স্লট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় সিরিয়ালের (Serial) আসা যাওয়া লেগেই থাকে। আর সেই সঙ্গে বিভিন্ন চ্যানেলেও স্লটবদল হতে থাকে বারবার। মূলত টিআরপির উপরেই নির্ভর করে যে কোনও ধারাবাহিকের স্থায়িত্বকাল। যথেষ্ট টিআরপি দিতে না পারলে সিরিয়ালের (Serial) স্লট বদল হতে বেশি সময় লাগে না। পুজোর পরপরই বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে স্টার জলসায়, শুরুর অপেক্ষায় রয়েছে আরও কিছু ধারাবাহিক। এর জেরে চ্যানেলে বড়সড় রদবদল হতে চলেছে খুব শীঘ্রই।

স্টার জলসায় ওলটপালট একাধিক সিরিয়ালের (Serial) স্লট

এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ বাদ দিয়ে বাকি সবই তুলনামূলক নতুন সিরিয়াল (Serial) সম্প্রচারিত হচ্ছে স্টার জলসায়। কিন্তু টিআরপি তালিকার দিকে চোখ রাখলেই দেখা যাবে, এর মধ্যে বেশ কিছু ধারাবাহিক (Serial) প্রতিপক্ষের সঙ্গে মোটেই এঁটে উঠতে পারছে না। ফলত কয়েক মাসেই হয় স্লটবদল, নয়তো পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকগুলি।

Several serial time slots changing in star jalsha

কখন শুরু হবে স্বস্তিকার নতুন মেগা: জলসায় যে সিরিয়ালগুলি (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে তাদের মধ্যে অন্যতম ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এই মেগার হাত ধরে প্রায় তিন বছর পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়াল (Serial) শুরুর দিনক্ষণ। আর আশঙ্কা সত্যি করে প্রাইম টাইমেই দেওয়া হল এই ধারাবাহিককে। আগামী ১৭ নভেম্বর থেকে রাত সাড়ে আটটার সময় দেখা যাবে স্বস্তিকার নতুন ধারাবাহিক (Serial)।

আরও পড়ুন : আরতি-শত্রুঘ্নকে বঙ্গবিভূষণ, কী কী চমক থাকছে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে?

বদল হচ্ছে টাইম স্লট: উল্লেখ্য, এই স্লটে এতদিন দেখা যাচ্ছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’কে। নতুন মেগা, দর্শকও মন্দ টানছে না। এমনকি সপ্তাহ কয়েক আগেও টিআরপি টপার থেকেছে এই সিরিয়াল (Serial)। তারপরেও সম্প্রতি জি বাংলার ‘আমাদের দাদামণি’র সঙ্গে টক্কর দিতে না পারাতেই ভবানীকে সরতে হল বলে মনে করছেন দর্শকরা। প্রাইম টাইম থেকে সটান বিকেল পাঁচটার স্লটে নিয়ে আসা হয়েছে এই ধারাবাহিককে (Serial), যা একরকম অবিচার বলেই মনে করছেন রাণী ভবানীর দর্শকরা।

আরও পড়ুন : ‘এমন মুখ্যমন্ত্রী দেখিনি’, KIFF-এর মঞ্চে ‘বঙ্গবিভূষণ’ পেয়ে কী বললেন আরতি মুখোপাধ্যায়?

শুধু এই সিরিয়ালটিই নয়, শুরু হওয়ার অপেক্ষায় আরও এক নতুন মেগা ‘মিলন হবে কতদিনে’। এই ধারাবাহিকে দেখা যাবে জলসার জনপ্রিয় জুটি ‘খড়িদ্ধি’ ওরফে শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়কে। যদিও এই ধারাবাহিকের স্লট ঘোষণা হয়নি এখনও। কিন্তু কোন সময়ে দেওয়া হতে পারে এই সিরিয়ালকে, কোন ধারাবাহিকেরই বা কপাল পুড়বে তা জানার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।