বাংলাহান্ট ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)। সমগ্র দেশের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর বহু ছাত্রছাত্রীই ভর্তি হয়। পাশাপাশি বোলপুর শান্তিনিকেতন বাংলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল হওয়ায় এখানে পর্যটকদের ভিড়ও লেগে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বয়স বেড়েছে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের (Visva Bharati University) বিভিন্ন ভবনের। ফলে প্রয়োজন হয়ে পড়েছে সংস্কারের। আর এবার দেখা দিয়েছে সেই সম্ভাবনাই।
সংস্কার হবে বিশ্বভারতীর (Visva Bharati University) ভবন?
আসলে বিশ্বভারতীতে শুরু হয়েছে দুদিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা-শিল্প সম্মেলন। এখানে ৭৫ টি নামীদামী বাণিজ্যিক সংস্থা অংশ গ্রহণ করবে। বিশ্বভারতীতে শিক্ষা এবং শিল্পক্ষেত্রে পড়ুয়াদের কর্মসংস্থানেরও সম্ভাবনা দেখা দিয়েছে এই সম্মেলনের দৌলতে। সেই সঙ্গে শোনা যাচ্ছে, রবীন্দ্রভবন, পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল, রতন কুঠির মতো বিশ্বভারতীর (Visva Bharati University) ঐতিহ্যবাহী ভবনগুলিতে এবার সংস্কারের কাজ হতে পারে।

একাধিক ভবন সংস্কারের প্রয়োজন: দেশ বিদেশের বিভিন্ন খ্যাতনামা শিল্প কর্ণধারদের আর্থিক সহায়তাতেই এই ভবনগুলি সংস্কার হবে বলে জানা যাচ্ছে। কবিগুরুর স্মৃতিবিজড়িত বাড়ি উদয়ন, কোণার্ক, উদীচী ভবন, শ্যামলী, পুনশ্চ ভবনগুলি সংস্কারের প্রয়োজন রয়েছে। রবীন্দ্র ভবনে রয়েছে বিশ্বকবির (Visva Bharati University) ব্যবহৃত বিভিন্ন মূল্যবান সামগ্রী, জামাকাপড়, নিজের হাতে লেখা কবিতা, পুঁথি, ছবি। তাঁর প্রাপ্ত নোবেলের রেপ্লিকাও রয়েছে এখানেই। রয়েছে অতিথি ভবন, যা কয়েক বছর আগে প্রয়াত শিল্পপতি রতন টাটার আর্থিক অনুদানে তৈরি হয়েছিল দেশ বিদেশের পর্যটক সহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের জন্য। এই ভবনটি (Visva Bharati University) স্থানীয়দের কাছে ‘রতন কুঠি’ নামেই পরিচিত। তবে সংস্কার প্রয়োজন এটিরও।
আরও পড়ুন : ‘এমন মুখ্যমন্ত্রী দেখিনি’, KIFF-এর মঞ্চে ‘বঙ্গবিভূষণ’ পেয়ে কী বললেন আরতি মুখোপাধ্যায়?
সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির পরিকল্পনা: ১৯২৭ সালে উইলিয়াম উইনস্ট্যানলি পিয়ারসনের নামে গড়ে উঠেছিল পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল। সেটিকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পরিণত করতে চাইছে বিশ্বভারতী (Visva Bharati University) কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, এই সম্মেলনে মোট ৫ টি ব্যাঙ্ক আর্থিক অনুদান দিতে এগিয়ে এসেছে। ঐতিহ্যমন্ডিত এই হাসপাতালের সঙ্গে অন্যান্য ভবনগুলিও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর।
আরও পড়ুন : SIR শুরু হতেই রাতারাতি ‘ভ্যানিশ’ একাধিক পরিবার, কারা থাকতেন নিউটাউনের বস্তিতে?
প্রসঙ্গত, বিশ্বভারতীতে এই মুহূর্তে পড়ুয়ার সংখ্যা প্রায় ৯০ হাজার ৮৪৭ জন। রয়েছেন ৬৬৫ জন অধ্যাপক অধ্যাপিকা এবং ১৪৭ জন শিক্ষক শিক্ষিকা। দুদিনের এই সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কর্মসংস্থানের পাশাপাশি আর্থিক লগ্নি আসার সম্ভাবনায় আশার আলো দেখছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।













