বিয়ের চার বছর পর প্রথম সন্তান, ৪২-এ মা হলেন ক্যাটরিনা কাইফ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বছরের শেষলগ্নে খুশির জোয়ার কৌশল পরিবারে। মা হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। মাস খানেক আগেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটা ফাঁস করেছিলেন ভিকি ক্যাটরিনা। নভেম্বরের শুরুতেই এল বহু প্রতীক্ষিত খবরটা। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে এই খুশির মুহূর্তটা ভাগ করে নিয়েছেন তাঁরা।

প্রথম সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা (Katrina Kaif)

সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্টে লেখা, ‘আমাদের খুশির কারণ এসে উপস্থিত। আন্তরিক ভালোবাসা আর কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।’ এই পোস্টে শুভেচ্ছার ঢল নেমেছে বলিউড তারকাদের। সোনম কাপুর লিখেছেন, ‘দুজনকেই অনেক ভালোবাসা’। শুভেচ্ছা পাঠিয়েছেন নেহা ধুপিয়া, গুনিত মোঙ্গাদের মতো তারকারা।

Katrina Kaif became a mother at 42

আগেই জানিয়েছিলেন সুখবর: সেপ্টেম্বরেই বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিয়েছিলেন ক্যাটরিনা (Katrina Kaif)। তিনি লিখেছিলেন, ‘হৃদয় ভরা আনন্দ এবং কৃতজ্ঞতা নিয়ে জীবনের শ্রেষ্ঠ অধ্যায় শুরু করতে চলেছি আমরা’। আর এবার দুই থেকে তিন হলেন তাঁরা। ৪২ বছর বয়সে মা হলেন অভিনেত্রী।

আরও পড়ুন : SIR শুরু হতেই রাতারাতি ‘ভ্যানিশ’ একাধিক পরিবার, কারা থাকতেন নিউটাউনের বস্তিতে?

অনেকদিন ধরে চলছিল জল্পনা: প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই ক্যাটরিনার (Katrina Kaif) চর্চিত প্রেগনেন্সি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। গত জুলাই মাসে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন ভিকি ক্যাটরিনা। সাদা ঢিলেঢালা পোশাকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। মুখ ছিল মাস্কে ঢাকা। আলিবাগে বোটে ওঠার সময় স্ত্রীকে আগলে আগলে রাখতে দেখা গিয়েছিল ভিকিকে। তখনই গুঞ্জন শোনা গিয়েছিল, মা হতে চলেছেন ক্যাটরিনা (Katrina Kaif)। পরবর্তীতে পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র দাবি করে, চলতি বছরেই অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুর দিকে সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী (Katrina Kaif)।

আরও পড়ুন : কবিগুরুর শান্তিনিকেতনে দেশি-বিদেশি আর্থিক লগ্নির জোয়ার, ঢেলে সাজবে বিশ্বভারতী

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি ভিকি ক্যাটরিনা। সেই ২০১৯ এ একটি চ্যাট শোতে মজাচ্ছলে অভিনেত্রীকে প্রোপোজ করেছিলেন ভিকি। দুজনে কখনও সম্পর্কের বিষয়টি স্বীকার না করলেও বিভিন্ন অনুষ্ঠানে একত্রে দেখা যেত তাঁদের। ২০২১ এর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন ভিকি ক্যাটরিনা। বিয়ের চার বছর পর ভূমিষ্ঠ হল তাঁদের প্রথম সন্তান।