Bangla Hunt

চরম চাপে কেন্দ্র! বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে এবার ‘ডেডলাইন’ বেঁধে দিল হাই কোর্ট

Calcutta High Court Directs Centre to Resume 100 Days Work Within a Month

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে বহুল আলোচিত ১০০ দিনের কাজ প্রকল্প ঘিরে ফের নড়েচড়ে বসলো কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নির্দেশ দিলেন অবিলম্বে বাংলায় ১০০ দিনের কাজ শুরু করতে হবে। পাশাপাশি, রাজ্যের বকেয়া টাকার বিষয়ে হলফনামা জমা দিতেও। এর জন্য কেন্দ্রকে ১ মাসের সময় বেঁধে দিয়েছে আদালত।

রাজ্যের পক্ষে রায় দিয়েছিল হাই কোর্ট (Calcutta High Court)

দীর্ঘ টালবাহানা এবং কেন্দ্র-রাজ্য বিবাদের পর সম্প্রতি সুপ্রিম কোর্টে এই প্রকল্প সংক্রান্ত মামলায় জয় পেয়েছে রাজ্য সরকার। রাজ্যের পক্ষে তখন রায় দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) তৎকালীন প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম। তিনি সমস্ত দিক খতিয়ে দেখে জানিয়েছিলেন, কোনও সরকারি প্রকল্পকে দিনের পর দিন ‘ঠান্ডা ঘরে’ ফেলে রাখা যায় না। দুর্নীতির অভিযোগের তদন্ত চলতে পারে, কিন্তু প্রকল্পের কাজ বন্ধ রাখা যাবে না। এমনটাই নির্দেশই দিয়েছিল আদালত।

সুপ্রিম কোর্টে খারিজ কেন্দ্রের আবেদন

এই রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সেখানেও অস্বস্তিতে পড়তে হয় কেন্দ্রকে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেন। ফলে, রাজ্যের পক্ষে হাই কোর্টের (Calcutta High Court) রায় বহাল থাকে।

Calcutta High Court Directs Centre to Resume 100 Days Work Within a Month

আরও পড়ুনঃ শুক্রেই প্রথম পর্যায়ের ফল প্রকাশ SSC-র, কখন, কোথায় দেখা যাবে? জেনে নিন

এর পরেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ শুক্রবার ফের বিষয়টি আদালতে তোলে। তিনি কেন্দ্রকে ‘প্রকল্প অবিলম্বে চালু রাখার’ স্পষ্ট বার্তা দেন। পাশাপাশি, বকেয়া অর্থের হিসেবসহ একটি বিস্তারিত হলফনামা এক মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে জমা দেওয়ার নির্দেশ দেন।