দক্ষিণবঙ্গে শীতের কামড়! আগামী সাত দিনে কতটা নামবে তাপমাত্রা? জানুন আগাম পূর্বাভাস

Published on:

Published on:

south bengal weather(127)
Follow

বাংলা হান্ট ডেস্ক: গায়ে শীতের হালকা ছোঁয়া। ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে বঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পুরোপুরি শুষ্ক থাকবে আবহাওয়া। কতটা নামবে তাপমাত্রা? আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া? সম্পূর্ণ পূর্বাভাস জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস | South Bengal Weather

নভেম্বর মাস শুরু হয়ে গেলেও আগের মতো শীত পড়ছে না। আবহাওয়া দপ্তর বলছে, শীতের পথে কাটা পশ্চিমি ঝঞ্ঝা, নিম্নচাপ ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম ভারত থেকে ক্রমাগত পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। ওদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে। বর্তমানে তা বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে এ রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে। বাতাসে জলীয় বাস্পর পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা নামছে না।

আবহাওয়া দপ্তর বলছে, আপাতত তাপমাত্রা খুব বেশি না নামলেও সোমবার থেকেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সোমবার থেকে একধাক্কায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। ফলে শীতের আমেজ আরেকটু বাড়বে।

শীত কি তবে দুয়ারে?

আবহাওয়া দপ্তর বলছে, পাকাপাকিভাবে শীত পড়তে এখনও ঢের দেরি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ হয়ে যাবে জোরসে শীতের ফিল হতে হতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৯ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে ১৫-১৬ ডিগ্রিতে।

South Bengal Weather Update

আরও পড়ুন: সময় কম? চিন্তা নেই! কয়েক মিনিটেই তৈরি করুন ভাপা ডিমের কোর্মা, রইল রেসিপি

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃষ্টি আপাতত হবে না উত্তরের কোথাও। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। দার্জিলিং ও কালিম্পং-এ ভোরের দিকে কুয়াশার প্রভাব বাড়বে।