বাংলা হান্ট ডেস্কঃ শহরে ফের টাকা উদ্ধার। এবার হাওড়া স্টেশন (Howrah Station) থেকে উদ্ধার হল নগদ ২৭ লাখ টাকা (Money Recovery)। শুক্রবার সকালের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে, শুক্রবার সকালে হাওড়া স্টেশনে দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস ঢোকার পর আর পাঁচ দিনের মতো প্লাটফর্ম চত্বরে চেকিং করছিলেন আরপিএফের জওয়ানেরা। সেই সময়ই উদ্ধার হয় যখের ধন।
চেকিং চলাকালীন স্টেশনে থাকা পাঁচ ব্যক্তির চলাফেরা ও তাদের সাথে থাকা একটি বড় ব্যাগ দেখে সন্দেহ হয় আরপিএফ অফিসারদের। এরপরই ওই ৫ সন্দেহভাজনকে আটক করে আরপিএফ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর জিজ্ঞাসাবাদে ওই পাঁচ ব্যক্তির কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালায় আরপিএফ। আর তারপরই চক্ষু চড়কগাছ।
সূত্রের খবর, ওই ব্যাগ থেকে থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল বান্ডিল নোট বেরিয়ে আসে। যার পরিমাণ প্রায় ২৭ লাখ। যা গুনতে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। এরপরই উদ্ধার হওয়া বিপুল টাকা প্রসঙ্গে ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেন অফিসাররা। তবে সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেন নি ওই পাঁচ ব্যক্তি।
আরও পড়ুন: সকাল থেকেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! কলকাতায় ৪০ কিমি বেগে উঠবে ঝড়: আবহাওয়ার খবর
জেরায় জানা যায়, ওই পাঁচজনের মধ্যে দু’জন ধানবাদের ও বাকি তিনজন প্রয়াগরাজের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে পাঁচ ব্যক্তিই দাবি করেন, তারা ব্যবসায়ী। ব্যবসায়িক ক্ষেত্রে সোনা ও রেডিমেড কাপড় কিনতেই তারা এই টাকা নিয়ে হাওড়ায় এসেছিলেন। যদিও উদ্ধার হওয়া ওই বিপুল টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। এরপরই ওই পাঁচ জনকে গ্রেফতার করে আরপিএফ।