বাংলা হান্ট ডেস্ক: শীত এখনো আসেনি দক্ষিণবঙ্গে। তবে তার আগেই হিমালয়ের বিভিন্ন প্রান্ত ঢেকেছে বরফে। তাই মনে হয়েছে এ বছরের শীতে পাহাড়ে গেলে স্নোফল দেখার স্বপ্নপূরণ হলেও হতে পারে (Travel)। তবে আপনি যদি ডিসেম্বরে শেষে অথবা জানুয়ারিতে পাহাড়ে যাওয়ার কথা ভেবে থাকেন। সেখানে তাহলে থাকার তিল জায়গা থাকবে না। তবে এমন কিছু জায়গা আছে যেখানে ছুটি কাটাতে আপনি অনায়াসে যেতে পারবেন। পাশাপাশি তুষার পাতা দেখতে পাবেন। দেখে নিন সেই জায়গাগুলি কোনগুলো।
কম বাজেটে বরফের মজা, শীতে কোথায় যাবেন জানুন (Travel)
সান্দাকফু: আপনি যদি বরফ দেখতে চান। তাহলে যেতে পারেন সান্দা কফু। কারণ এখানে সময়ের আগেই হিমালয় বিভিন্ন প্রান্ত ঢেকেছে বরফে। তার জন্য আপনাকে হাতে মাত্র পাঁচটা দিনের ছুটি রাখতে হবে। মানেভঞ্জন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান ল্যান্ড রোভার। এছাড়াও শীতে এখানে ঘুরতে আসলে যেতে পারেন টুমলিং। যেখানে গেলে আপনি বরফের দেখা পাবেন। এখানে মাথাপিছু ১০-১২ হাজারের মধ্যেই ঘুরে আসতে পারেন (Travel)।

আরও পড়ুন: বাড়ির নির্দিষ্ট কিছু গাছ দেবতাদের আবাস, ভুল করে কেটে ফেললে দেবতার রোষ নেমে আসে জীবনে
ছাঙ্গু: বরফ দেখতে চাইলে যেতে পারেন সিকিম। এই মৌসুমে সিকিমের ছাঙ্গু লেকের জল জমে বরফ হয়ে রয়েছে। পাশাপাশি এই রুটে অনেক সময় বরফ পড়ে থাকতে দেখা যায়। যার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়।
নাথুলা: সিকিমের আরো একটি অন্যতম জায়গা নাথুলা। নাথুলা এই শীতের সময় বরফের ঢেকে যায়। তার পাশাপাশি এখানে তাপমাত্রা মাইনাসে নামতে থাকে। আর এই রুটে অনেক সময় বরফ পড়ে রাস্তাও বন্ধ হয়ে যায়। এখানে যেতে গেলে আপনার মাথাপিছু ১৫ হাজার টাকা খরচ হবে।
আউলি: ভারতে বরফ দেখার অন্যতম জায়গা হল আউলি। বাজেটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন এখানে। পাশাপাশি এখানে গেলে আপনি স্কি এর অ্যাডভেঞ্চার স্পোর্টসও করতে পারবেন। এছাড়াও এখানে রোপ ওয়ে চেপে আউলির ভাইবস নিতে পারবেন (Travel)। তবে আউলির সঙ্গে ঘুরে নিতে পারেন রুদ্রপ্রয়াগ, জোশীমঠ, কর্ণপ্রয়াগ, ঋষিকেশ, হরিদ্বারের মতো জায়গাগুলো। এই ট্রিপের খরচ মাথাপিছু ২০-২৫ হাজার হতে পারে।












