মহিলা বিশ্বকাপের আকাশছোঁয়া সাফল্যের পর বড় সিদ্ধান্ত ICC-র! বাড়ানো হল টিমের সংখ্যা

Published on:

Published on:

Number of teams increased in Women's Cricket World Cup.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে সদ্য সমাপ্ত ভারত এবং শ্রীলঙ্কায় সম্পন্ন হওয়া ICC মহিলা বিশ্বকাপ ২০২৫ (Women’s Cricket World Cup) আকাশছোঁয়া সাফল্য পেয়েছে। শুধু তাই নয়, পূর্ববর্তী যেকোনও মহিলা বিশ্বকাপের তুলনায় বেশি দর্শককে আকৃষ্ট করেছে এবারের টুর্নামেন্ট। এদিকে, এই বিশ্বকাপে প্রথমবার জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। দেশের মাটিতে মাটিতে এই বিশ্বকাপ জয়ের মাধ্যমে, টিম ইন্ডিয়া বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে।

মহিলা বিশ্বকাপে (Women’s Cricket World Cup) বাড়ানো হল টিমের সংখ্যা:

এমতাবস্থায়, ২০২৫ সালের এই বিশ্বকাপ (Women’s Cricket World Cup) এবং সেখানে টিম ইন্ডিয়ার সাফল্য নিশ্চিতভাবেই মহিলা ক্রিকেটের জনপ্রিয়তায় এক নতুন মাত্রা যোগ করবে। এই কারণেই ICC এবার একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার মহিলা বিশ্বকাপের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী টুর্নামেন্টে দলের সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১০ করার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

Number of teams increased in Women's Cricket World Cup.

পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১০ টি দল: ২০২৫-এর মহিলা বিশ্বকাপ (Women’s Cricket World Cup) ফাইনালের ৫ দিন পর অর্থাৎ গর ৭ নভেম্বর, শুক্রবার ICC তাদের বোর্ড মিটিংয়ে পরবর্তী বিশ্বকাপের জন্য দলের সংখ্যা বর্তমান ৮ থেকে বাড়িয়ে ১০ করার অনুমোদন দিয়েছে। ইতিমধ্যেই ICC এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে এবং সাম্প্রতিক বিশ্বকাপের সাফল্যকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে বিবেচিত করেছে। ICC জানিয়েছে, “এই ইভেন্টের সাফল্যের ওপর ভিত্তি করে, ICC বোর্ড এই টুর্নামেন্টের পরবর্তী সংস্করণে ১০ টি দলে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।”

আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার উপসাগরীয় দেশগুলি বড়সড় স্বস্তি দিল ভারতকে

এদিকে, চলতি বছরের মহিলা বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট অনুরাগীদের আগ্রহ এবং দর্শক সংখ্যাও এই টুর্নামেন্টের প্রতি ICC-র আত্মবিশ্বাস আরও বিক্রি করেছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য প্রায় ৩ লক্ষ ক্রিকেট অনুরাগে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। যা যেকোনও মহিলা ক্রিকেট ইভেন্টের সর্বকালের উপস্থিতির রেকর্ড ভেঙে দিয়েছে। টুর্নামেন্টে (Women’s Cricket World Cup) দর্শক সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং পর্দায় দর্শকরা নতুন রেকর্ড গড়েছেন। ভারতে ৫০ কোটি দর্শক এই টুর্নামেন্ট দেখেছেন।”

আরও পড়ুন: মাসে ৪ লক্ষে হচ্ছে না! শামির কাছ থেকে আরও বেশি টাকা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন হাসিন জাহানের

পরবর্তী বিশ্বকাপ কখন এবং কোথায় সম্পন্ন হবে: জানিয়ে রাখি যে, পরবর্তী মহিলা বিশ্বকাপ (Women’s Cricket World Cup) ৪ বছর পর ২০২৯ সালে সম্পন্ন হবে এবং প্রথমবারের মতো সেখানে ১০টি দল অংশগ্রহণ করবে। যদিও ওই বিশ্বকাপের জন্য আয়োজক দেশের এখনও ঘোষণা করা হয়নি। তবে ১০ টি দলের উপস্থিতির মাধ্যমে এই টুর্নামেন্টটি যে আরও উত্তেজক এবং চমকপ্রদ হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপে কোয়ালিফিকেশনের জন্য এবারও ৪ বছরের চক্রে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হবে।
যেখানে প্রতিটি দল ODI সিরিজ খেলবে এবং তারপর এই টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করবে। তবে, বরাবরের মতো, আয়োজক দেশ সরাসরি টুর্নামেন্টে প্রবেশাধিকার পাবে।