কিছুতেই খুশকি কমাতে পারছেন না? চুলের যত্নে আনুন এই ছোট বদল

Published on:

Published on:

Hair Care dandruff will go away and hair will become strong with this simple rule
Follow

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়া পরিবর্তনের ফলে অনেকেই খুশকির সমস্যায় ভোগেন। আর এই খুশকি সমস্যা হওয়ায় হাজার রকমের প্রোডাক্ট ব্যবহার করছেন (Hair Care)। তবে আশানুরূপ ফল কিছুই হচ্ছে না। তার বদলে চুল ঝরতে শুরু করেছে। তবে কি জানেন, নারকেল তেলেই দূর হবে এই সমস্যা। তবে এই তেল মাখার নিয়ম রয়েছে যা আজকের প্রতিবেদনে জানানো হল।

খুশকি যাবে, চুল হবে মজবুত এই সহজ নিয়মে (Hair Care)

একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কারি পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর পাতাগুলো ভালোভাবে তেলের সঙ্গে ফুটে গেলে একটা ছেঁকনি দিয়ে সেই তেলটি ছেঁকে নিন। এরপর সেটি চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করুন (Hair Care)।

এছাড়াও এই তেলটি আধঘন্টা ধরে ভালোভাবে চুলে মালিশ করুন। তারপর চুল ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে দুদিন ব্যবহার করলে দেখবেন চুল তাড়াতাড়ি বাড়বে। এছাড়া চুল মজবুত হবে।

Hair Care dandruff will go away and hair will become strong with this simple rule

আরও পড়ুন: শীতের ছুটিতে পাহাড় ডাকছে! দেখে নিন ৫টি দারুণ উইন্টার ট্রেকের তালিকা

এছাড়াও আপনি কয়েকটা কারি পাতা বেটে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর সেই মিশ্রণের মধ্যে টক দই মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মাথার তালুতে ভালোভাবে লাগান। এরপর ২০ থেকে ২৫ মিনিট রেখে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে এই কারিপাতার মাস্ক একদিন করে মাখলে চুলের ঘনত্ব বাড়বে।

তাছাড়া নারকেল তেলের মধ্যে লেবুর রস মিশিয়ে ধোয়ার আগে এই মিশ্রণটি মাথার মধ্যে ভালোভাবে ম্যাসাজ করুন। এতে চুলের খুশকি দূর হবে ও মাথার ত্বক ভালো থাকবে (Hair Care)।