বাংলা হান্ট ডেস্ক: বোলপুরের শান্তিনিকেতনের (Santiniketan) সোনাঝুরি হাট বিখ্যাত। একসময় এখানে নিস্তব্ধতা, শান্ত জঙ্গল মানুষের কাছে কাছের ছিল। তবে বর্তমানে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের দূষণ নিয়ে রাজ্যের বন দপ্তর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কে ভৎসনা করেছে জাতীয় পরিবেশ আদালত। তাই এর জন্য রাজ্যের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে। এমনটাই শুক্রবার বীরভূমের জনপ্রিয় ওই হাটের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত মিলেছে রাজ্য সরকারের তরফ থেকে।
দূষিত সোনাঝুরি, হাট সরানোর ইঙ্গিত দিল রাজ্যের (Santiniketan)
বন দফতরের জমিতে খোয়াই সংলগ্ন সোনাঝুরির (Santiniketan) হাটটি আইনত অবৈধ এবং হাটের জন্য জঙ্গলের দূষণ হচ্ছে, এই অভিযোগে মামলা দায়ের হয়েছে জাতীয় পরিবেশ আদালতে। এদিন বোলপুরে জেলাস্তরের বাণিজ্য সম্মেলন ‘সিনার্জি’র উদ্বোধনী অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং বীরভূমের পুলিশ সুপার আমনদীপ সিংহ।

আরও পড়ুন: ভাজা বা ঝোল নয়! ফুলকপির এই ভিন্ন রেসিপি জিতবে মন, দারুণ এই রেসিপিটি দেখে নিন
সরকারি সূত্রের খবর, এই পরিস্থিতির জন্য হার্ট অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তাধারা করা হচ্ছে। পাশাপাশি শুক্রবার বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত সিনার্জি ও ব্যানার্জি সম্মেলনে মন্ত্রী চন্দ্রনাথ বলেন, সোনাঝুরি হাট নিয়ে মামলা চলছে। যদি সেই হাট বন্ধ হয়ে যায়। তাহলে আমরা বিকল্প চিন্তা-ভাবনা করব। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুরের সংসদ আশিক মাল প্রমুখ ব্যক্তিরা।
যদিও শান্তিনিকেতনের খোয়াই অঞ্চলের এই হাট নিয়ে বিতর্ক নতুন নয়। বহু বছর ধরেই পরিবেশবিদ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই হাটের বিরুদ্ধে আপত্তি জানিয়ে এসেছে। মূলত হাটে বসার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি নষ্ট হচ্ছে বনাঞ্চলের ভারসাম্য।
কিন্তু সময় সঙ্গে সঙ্গে এই জায়গার জনপ্রিয়তা বেড়েছে। পাশাপাশি বেড়েছে চাহিদা। এইখানে এখন প্রায় প্রতিদিনই বসছে হাট। এই বিষয়ে স্থানীয়রা বলছেন, সোনাঝুরিতে আর আগের মতন শান্ত পরিবেশ নেই। সারাদিন ভিড়, যানবাহনের শব্দ, আবর্জনা প্লাস্টিক ইত্যাদি জঙ্গলের মাটিতে মিশছে (Santiniketan)।












