বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্সকে দুরমুশ করে পয়েন্ট তালিকার দু’নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একই সাথে ভালো নম্বরও এসেছে শ্রেয়স আইয়ারের ঝুলিতে। অন্যদিকে দুরন্ত মেজাজে ম্যাচ জিতে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। IPL-র নয়া সিজনে বাকিরা কে কোথায়?
আইপিএল-র (Indian Premier League) নয়া সিজনে কেবল লখনউ একটি ম্যাচ খেলেছে যেখানে বেঙ্গালুরু খেলেছে ৩টি ম্যাচ এবং অন্যান্য দলগুলি ইতিমধ্যেই দুটি করে ম্যাচ জিতেছে। যার মধ্যে চেন্নাই, কলকাতা এবং রাজস্থান জিতেছে দুটি করে ম্যাচ। এই তিন দলের দখলে রয়েছে চার পয়েন্ট করে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস এবং গুজরাত টাইটান্স জিতেছে একটি করে ম্যাচ।
যদিও রান রেটের বিচারে সবাইকে ছাড়িয়ে গেছে CSK (১.৯৭৯)। অন্যদিকে দ্বিতীয় স্থান দখল করেছে KKR (১.০৪৭)। নেট রানরেটের বিচারে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রাজস্থান রয়্যালস (০.৮০০)। উল্লেখ্য, হায়দরাবাদের রানরেট (০.৬৭৫), তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এই দল। যেখানে পঞ্চম স্থানে রয়েছে পঞ্জাব, দলের সংগ্রহ (০.০২৫)।
আরও পড়ুন : জঙ্গি হামলার জের, পাকিস্তানে কাজই বন্ধ করে দিল চিন! কর্মহীন কয়েক হাজার মানুষ
উল্লেখ্য আজ শনিবারই লখনউয়ের সাথে পাঞ্জাবের ম্যাচ রয়েছে। এরপরেই স্থান হয়েছে বেঙ্গালুরুর। মোট ৩টি ম্যাচ খেলার পর ২টিতে হেরেছে এই দল। ১টি ম্যাচ জিতে বেঙ্গালুরুর নেট রানরেট (–০.৭১১)। তালিকার সপ্তম স্থানে রয়েছে গুজরাত, (–১.৪২৫) পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে এসেছে এই দল। এদিকে হার দিয়ে সিরিজ শুরু করেছে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। এই তিন দলের অর্জিত রান রেট যথাক্রমে (–০.৫২৮), (–০.৯২৫), (–১.০০)।