বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বর্তমানে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া শাসক থেকে বিরোধী সকলেই। এরই মধ্যে রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর-এর (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন)। যা রাজনৈতিক উত্তাপ অনেকাংশে বাড়িয়েছে। এই আবহেই এবার জেলাশাসকদের উদ্দেশে কড়া নির্দেশ রাজ্যের।
কি বলল নবান্ন? Nabanna
SIR চললেও রাজ্যের ‘আমার পাড়া আমার সমাধান’-সহ রাজ্য সরকারের কোনও প্রকল্পের কাজ যাতে ব্যাহত না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে জেলাশাসকদের নির্দেশ রাজ্য সরকারের। উল্লেখ্য, সম্প্রতি ১০০ দিনের কাজ প্রকল্পে সুপ্রিম কোর্টে জয় পেয়েছে রাজ্য সরকার। অবিলম্বে বাংলায় একশো দিনের কাজ চালু করা সহ বকেয়া মেটানোরও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
এই পরিস্থিতিতে আদালতে ধাক্কা খেয়ে ফের প্রকল্প চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রও। নবান্ন সূত্রে খবর সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে কোনও দিন ১০০ দিনের টাকা ছাড়তে পারে কেন্দ্র সরকার। এই আবহে জব কার্ড থাকা ব্যক্তিদের কেওয়াইসি যথাযথ ভাবে তৈরি রাখার নির্দেশ নবান্নের। পাশাপাশি জব কার্ড হোল্ডারদের জব কার্ডের সঙ্গে আধার যোগের কাজও শেষ করার নির্দেশ নবান্নের।

আরও পড়ুন: রেজিস্ট্রেশন মানেই মালিকানা নয়! স্থাবর সম্পত্তি নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট
এদিকে ভোটের আগে ফের এক দফায় বাংলার বাড়ি প্রকল্প নিয়ে উদ্যোগী রাজ্যে। ডিসেম্বরেই ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিতে চায় রাজ্য। সেই লক্ষ্যে আগেই যাচাইয়ের কাজ শেষ করে রাখার নির্দেশ নবান্নের। রাজ্যের কোষাগার থেকে ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় প্রায় ৯ হাজার কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য। গ্রামীণ রাস্তা মেরামত ও নির্মাণের ক্ষেত্রে সমস্ত কাজ বিধি মেনে যাতে হয় সেদিকেও নজর রাখার নির্দেশ এসেছে।












