নায়ক ছাড়াই চলছে সিরিয়াল, অসুস্থতা কাটিয়ে কবে সেটে ফিরবেন জিতু?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অসুস্থ হয়ে এখনও হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। ছবির শুটিং করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথার কথা বলে হঠাৎ জ্ঞান হারান তিনি। তারপরেই দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। গত বুধবার থেকেই হাসপাতালে ভর্তি তিনি। কবে কাজে ফিরবেন জিতু?

এখন কেমন আছেন জিতু (Jeetu Kamal)?

জানা গিয়েছে, বুকে ব্যথা কমলেও বৃহস্পতিবার জ্বর ছিল জিতুর (Jeetu Kamal)। তাঁর টিম জানিয়েছে, সংক্রমণ ধরা পড়েছে তাঁর। যদিও তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই। এমনিতে জিতু (Jeetu Kamal) স্বাস্থ্য সচেতন। নিয়মিত শরীরচর্চা করেন, ডায়েট মেনে চলেন। তাঁর হঠাৎ বুকে ব্যথার খবরে রীতিমতো চমকে উঠেছেন অনেকে।

When will jeetu kamal return to serial

কবে ছাড়া পাবেন অভিনেতা: জিতুর ম্যানেজার জানান, এক দুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। যদিও এখনই কিছু স্পষ্ট করে বলা সম্ভব নয়। চিকিৎসক সমস্ত দিক বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। এদিকে জিতু (Jeetu Kamal) হাসপাতালে থাকায় তাঁকে ছাড়াই চলছে ‘চিরদিনই তুমি যে আমার’ এর শুটিং।

আরও পড়ুন : জন্মদিনে অভিষেকের ২০,০০০ বর্গফুটের ৩ডি রঙোলি গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে! এদিকে সংস্থাই ভুয়ো, বলছে রিপোর্ট

কাজে ফিরতে চান জিতু: সিরিয়ালে আর্য অপর্ণার বিয়ের ট্র্যাক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জিতু (Jeetu Kamal) সেটে উপস্থিত থাকতে না পারায় কিছুটা হলেও ঘেঁটে গিয়েছে গল্প। জিতু নিজেও অবশ্য কাজে ফিরতে ব্যাকুল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি, তাঁর জন্য প্রযোজকদের কাজের ক্ষতি হওয়ায়। হাসপাতাল থেকে তিনি বলেন, সমাজে তাঁর এতটাও অবদান নেই যতটা মানুষ তাঁর জন্য ভাবছেন। তাঁর মতে, তাঁর অসুস্থতার জন্য সিরিয়াল এবং সিনেমার প্রযোজকদের অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। তাই ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন : বাগদানের আংটির দামেই হয়ে যাবে আস্ত এক ফ্ল্যাট! কবে বিয়ে করছেন বিজয়-রশ্মিকা?

জিতুর কী হয়েছে তা জানার জন্য চিন্তায় রয়েছেন অনুরাগীরা। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন সকলে। ই মুহূর্তে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে দেখা যাচ্ছে জিতুকে। টিআরপি ভালোই উঠছে। কিন্তু তাঁর অনুপস্থিতিতে সিরিয়ালে কোনও প্রভাব পড়বে কিনা সেটাই দেখার।