বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) আদানি গ্রুপের কোম্পানিগুলির দিকে বিনিয়োগকারীদের বিশেষ নজর থাকে। শুধু তাই নয়, ওই কোম্পানিগুলির শেয়ারের পারফরম্যান্সও প্রায়শই উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমতাবস্থায়, আদানি গ্রুপের কোম্পানি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারের দাম বর্তমানে মন্থর হলেও ব্রোকারেজ নুভামা শেয়ারটির প্রতি উৎসাহ দেখিয়েছে। মূলত, ওই ব্রোকারেজটি শেয়ারটি কেনার সুপারিশ রয়েছে। এর সঙ্গে সঙ্গে একটি বড় টার্গেট প্রাইসও নির্ধারণ করা হয়েছে।
শেয়ার বাজারে (Share Market) আদানি গ্রুপের এই স্টকের দিকে নজর বিনিয়োগকারীদের:
টার্গেট প্রাইস কত: নুভামা আদানি গ্রুপের এই কোম্পানির ক্ষেত্রে “বাই” রেটিং বজায় রেখেছে এবং ১,৯০০ টাকার টার্গেট প্রাইস নির্ধারণ করেছে। যা আগামী ১ বছরে প্রায় ৩২ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা নির্দেশ করে। কোম্পানির বর্তমান শেয়ারের মূল্য ১,৪৪.৮০ টাকা। এই শেয়ারটি (Share Market) ৫২ সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি লেনদেন করছে। যার ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ছিল ১,৪৯৩.৮৫ টাকা। যা ২০২৫ সালের জুনে পৌঁছেছিল। এদিকে, এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য হল ৯৯৩.৮৫ টাকা।

কী জানাচ্ছে ব্রোকারেজ রিপোর্ট: ব্রোকারেজ নুভামার রিপোর্টে বলা হয়েছে, কোম্পানির শক্তিশালী ক্যাশ ফ্লো এবং স্থিতিশীল ব্যালেন্স শিট ভবিষ্যতের সম্প্রসারণ এবং সম্ভাব্য অধিগ্রহণের জন্য যথেষ্ট নমনীয়তা প্রদান করে। নুভামার মতে, ভারতের ক্রমবর্ধমান বাণিজ্য কার্যকলাপ থেকে সরাসরি উপকৃত হওয়ার জন্য আদানি পোর্টস ভালো অবস্থানে রয়েছে। কোম্পানির বৈচিত্র্যপূর্ণ বন্দর নেটওয়ার্ক এবং সুষম কার্গো মিশ্রণ সংস্থাটিকে স্থিতিশীলতা এবং বৃদ্ধি উভয়ের জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে। যা আগামী বছরগুলিতে সংস্থার কর্মক্ষমতা আরও উন্নত করবে বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুন: গ্লোবাল ব্যাঙ্কিং সেক্টরে আধিপত্য বিস্তার করবে ভারত! মেগা পরিকল্পনা তৈরি করছে SBI
ত্রৈমাসিক ফলাফল: চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে আদানি পোর্টসের নিট মুনাফা ২৯ শতাংশ বেড়ে ৩,১২০ কোটি টাকা হয়েছে। তার আগের অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির নিট মুনাফা (Share Market) ছিল ২,৪১৩ কোটি টাকা।
আরও পড়ুন: ভারতের আর্থিক ব্যবস্থা শক্তিশালী! স্বীকার করে নিল বিশ্ব ব্যাঙ্কও
কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে দেওয়া এক ফাইলিংয়ে জানিয়েছে যে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে তাদের মোট আয় বেড়ে ১০,০০৪.০৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা আগের বছরের একই সময়ে ছিল ৭,৩৭২.৩৭ কোটি টাকা। এদিকে, ওই ত্রৈমাসিকে মোট খরচ বেড়ে ৬,১০৩.৫৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা গত বছরের একই সময়ে ছিল ৪,৪৩৩ কোটি টাকা।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












