বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি গ্রুপ সি (Group C), গ্রুপ ডি-তে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment)। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। এদিকর আসন্ন নিয়োগে শূন্যপদের হিসাব ‘আপডেট’ করার দাবি তুলে সরব চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ।
শূন্যপদ বাড়ানোর দাবি চাকরিহারাদের | SSC Recruitment
চাকরিহারা শিক্ষাকর্মীদের কথায়, আরও শূন্যপদ তৈরি হবে। ইতিমধ্যেই শিক্ষাকর্মীদের এই শূন্যপদের লিঙ্গভিত্তিক, জাতিভিত্তিক, স্কুলের মাধ্যম ভিত্তিক শূন্যপদ কত তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে কমিশন। এখানেই চাকরিহারাদের দাবি, গ্রুপ-সি পদে তফসিলি জাতির সংরক্ষিত শূন্যপদের সংখ্যা ২০১৬ সালের থেকে তুলনায় অনেক কম।
তফসিলি জাতির শূন্যপদ বাড়ানোর দাবির পাশাপাশি, আঞ্চলিক হিসাবেও শূন্যপদ কমেছে, তা বাড়ানোর দাবি তোলা হয়েছে। যদিও শূন্যপদের সংখ্যা বাড়ানো হবে কি না তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি শিক্ষা দফতর। শিক্ষাকর্মীদের আরও দাবি, নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে, নিয়োগ কবে হবে তা-ও নির্দিষ্ট ভাবে জানানো হোক।
কমিশন তরফে জানানো হয়েছিল, আগামী জানুয়ারি মাসে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেওয়া হতে পারে। প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগেই যাতে শিক্ষাকর্মীদের নিয়োগ সম্পন্ন হয়, সেই দাবিও জোরালো ভাবে তুলেছেন চাকরিহারারা।

আরও পড়ুন: কলকাতায় ১৫ ডিগ্রিতে নামবে তাপমাত্রা! শীতবিলাসীদের জন্য সুখবর দিল আবহাওয়া দপ্তর
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। যার জেরে ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। দাগি নন, এমন শিক্ষকদের চাকরি থাকলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই সুবিধা মেলেনি। এবার শিক্ষাকর্মীদের নিয়োগের পথে কমিশন।












