বাংলা হান্ট ডেস্কঃ গত চার নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা। ইতিমধ্যে BLO-রা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিল করাও শুরু করে দিয়েছেন। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন ফর্ম তিনি পূরণ করবেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছে কমিশন। কারণ, কমিশনের নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রী সেই প্রক্রিয়ায় বাধ্য নন।
এনুমারেশন ফর্ম পূরণ করা নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?
গত বুধবার ভবানীপুরে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়িতে BLO-রা ফর্ম নিয়ে পৌঁছেছিলেন বলে খবর ছড়ায়। তবে এই খবর সম্পূর্ণ ভুল বলে জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজে কোনও ফর্ম নেননি। আর, যত ক্ষণ না রাজ্যের সাধারণ মানুষ ফর্ম পূরণ করছেন, তত ক্ষণ তিনিও করবেন না।
কী বলছে কমিশন?
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় ‘চিহ্নিত ভোটার’ বা ‘মার্কড ইলেক্টর’। অর্থাৎ তাঁর নাম আগে থেকেই ভোটার তালিকায় নথিভুক্ত। এই শ্রেণিতে পড়েন প্রধানমন্ত্রী, সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ নেতা-মন্ত্রীরা। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, এঁদের নাম স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়, আলাদা করে এনুমারেশন ফর্ম পূরণের প্রয়োজন হয় না। ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও এই ছাড় দেওয়া হয়েছে।
ভবানীপুরে মমতার বাড়িতে ৪০টি ফর্ম
কমিশন সূত্রে জানা গিয়েছে, বুধবার মোট ৪০টি ফর্ম মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরিবারের সদস্যসংখ্যা এবং ভোটারদের তথ্য অনুযায়ী ফর্মগুলি দেন বিএলও। সুরক্ষা আধিকারিক জয়দীপ জানা ওই ফর্মগুলিতে স্বাক্ষর করে গ্রহণ করেন। সেই সময়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ভাই অমিত বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, অমিত নিজে কমিশনের প্রতিনিধির কাছ থেকে ফর্ম পূরণের নিয়ম বুঝে নিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভার কেন্দ্রের ভোটার এবং ওই কেন্দ্রের বিধায়কও। তাঁর ভোটকেন্দ্র হরিশ পার্কের পাশে মিত্র ইনস্টিটিউশন স্কুল। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) শুরু থেকেই এর বিরোধিতা করছেন। তাঁর অভিযোগ, “এটা আসলে রাজ্যে এনআরসি চালু করার কৌশল।”

আরও পড়ুনঃ মশারি কেটে তুলে নিয়ে ধর্ষণ! ৪ বছরের শিশুকন্যার উপর নির্যাতনের ঘটনায় কেঁপে উঠল তারকেশ্বরে
গত মঙ্গলবার মমতার (Mamata Banerjee) নেতৃত্বে ‘এসআইআর আতঙ্কের’ প্রতিবাদে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত ‘মহামিছিল’ করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির দাবি, এই প্রক্রিয়ায় কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। কেবল অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদের নামই বাতিল করা হবে। তৃণমূলের বিরুদ্ধে জনগণের মধ্যে অযথা আতঙ্ক তৈরির অভিযোগ তুলেছে বিজেপি।












