বাংলা হান্ট ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ জার্মানির ফ্রিডরিখ শোয়ানের কাছে তৃতীয় রাউন্ডের ম্যাচে পরাজিত হয়ে দাবা বিশ্বকাপ (FIDE World Cup) থেকে ছিটকে গেলেন। অপরদিকে, ভারতের অর্জুন এরিগাইসি এবং আর প্রজ্ঞানন্দ শনিবার শেষ-৩২ পর্বে উঠেছেন।
বিশ্বকাপ (FIDE World Cup) থেকে ছিটকে গেলেন ডি গুকেশ:
উল্লেখ্য যে, তৃতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় (FIDE World Cup) গুকেশ হেরে যান। অন্যান্য উচ্চতর র্যাঙ্কিংয়ের ভারতীয় খেলোয়াড়, এরিগাইসি এবং প্রজ্ঞানন্দ যথাক্রমে উজবেকিস্তানের শামসিদ্দিন ভোখিদভ এবং আর্মেনিয়ার রবার্ট হোভান্নিসিয়ানকে পরাজিত করে শেষ ৩২-এ স্থান করে নেন।
Frederik Svane eliminates World Champion Gukesh Dommaraju and advances to round four!https://t.co/auKZ4lHhfa#2025FIDEWorldCup pic.twitter.com/xkklJEF5N8
— chess24 (@chess24com) November 8, 2025
জানিয়ে রাখি যে, এর আগে, ভারতীয় গ্র্যান্ডমাস্টার পি হরিকৃষ্ণ এবং ভি প্রণব দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় খেলায় যথাক্রমে বেলজিয়ামের ড্যানিয়েল দার্ধা এবং লিথুয়ানিয়ার তিতাস স্ট্রেমাভিসিয়াসকে ১.৫-০.৫ স্কোরে পরাজিত করে দাবার বিশ্বকাপের শেষ ৩২ পর্বে জায়গা করে নেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত চিত্তাকর্ষক পারফরম্যান্স প্রদর্শন করছেন হরিকৃষ্ণ।
আরও পড়ুন: আদানির এই কোম্পানির শেয়ারে হতে পারে ৩২ শতাংশের বৃদ্ধি! ব্রোকারেজ দিল কেনার পরামর্শ
এদিকে, সাদা ঘুঁটি নিয়ে খেলেও, প্রথম খেলায় প্রভাব ফেলতে ব্যর্থ হন দর্ধা। অপরদিকে,নাপ্রণব তার সাদা পকেট দিয়েও জিতেছিলেন এবং কালো পকেট দিয়ে স্ট্রেমাভিসিয়াসকে ড্রয়ে আটকে রেখেছিলেন।
আরও পড়ুন: গ্লোবাল ব্যাঙ্কিং সেক্টরে আধিপত্য বিস্তার করবে ভারত! মেগা পরিকল্পনা তৈরি করছে SBI
জানিয়ে রাখি যে, দীপ্তায়ন ঘোষ আর্মেনিয়ার গ্যাব্রিয়েল সার্গিসিয়ানের বিপক্ষে তার গতি হারিয়ে ফেলেন এবং টুর্নামেন্ট (FIDE World Cup) থেকে বাদ পড়েন। আগের রাউন্ডে রাশিয়ার ইয়ান নেপোমনিয়াচ্চিকে পরাজিত করা এই খেলোয়াড়, প্রথম খেলায় সাদা টুকরো দিয়ে সহজ ড্র করার পর, দ্বিতীয় খেলায় তাঁর ছন্দ পাননি এবং ০.৫-১.৫-এ হেরে যান।












