SSC শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ হতেই ফের মামলা হাইকোর্টে, শুনতে পারেন জাস্টিস সিনহা

Published on:

Published on:

calcutta high court(60)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বহু বিতর্কের মধ্যে পুজোর ঠিক আগে আগে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। সম্প্রতি ফল প্রকাশ করেছে এসএসসি। দীর্ঘ ৯ বছর পর এসএসসির পরীক্ষার (SSC Exam) মাধ্যমে নিয়োগ। এরই মধ্যে ফের হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হতে চলেছে মামলা।

এসএসসি ইস্যুতে ফের মামলা হাইকোর্টে! Calcutta High Court

এসএসসি পরীক্ষায় বসেও এসএসসির ফলপ্রকাশে ‘অনুপস্থিত’ দেখাচ্ছে চাকরিপ্রার্থী আব্দুল সাত্তারকে। এই আব্দুল বোলপুর সংশোধনাগারে বিচারাধীন রয়েছেন। জেলে বসেই পরীক্ষা দিয়েছেন তিনি। তবে এসএসসি দেখাচ্ছে অনুপস্থিত। এই নিয়েই সোমবার হাই কোর্টের পথে ওই চাকরিপ্রার্থী। এবিষয়ে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন তাঁর আইনজীবী ফিরদৌস শামিম।

ফিরদৌসবাবুর প্রশ্ন, হাই কোর্টের নির্দেশ মেনে এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেন তার মক্কেল। হাই কোর্টের নির্দেশ মতো জেলে বসেই পরীক্ষা দিয়েছিলেন আব্দুল সাত্তার। কিন্তু ফলপ্রকাশের পর দেখা যায় তিনি অনুপস্থিত! তাহলে পরীক্ষা বসল কে? এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে হাইকোর্টে আইনজীবী।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দিলেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের সরকারি স্কুলগুলিতে একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল এসএসসি।

SSC

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে সুখবর! একাদশ-দ্বাদশের ফল ঘোষণার পরেই শূন্যপদ বাড়ানোর সিদ্ধান্ত নিল SSC

প্রসঙ্গত, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করার জন্য ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। সেই টাইট ডেডলাইন মাথায় রেখে পরীক্ষার ৫৪ দিনের মাথায় সেই ফল প্রকাশিত হয়।