তৃণমূলের পতনের ইঙ্গিত? হুমায়ুন নতুন দল ঘোষণা করতেই ভবিষ্যদ্বাণী শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari says Humayun Kabir’s new party will damage TMC
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদ রাজনীতিতে ফের চাঞ্চল্য। হুমায়ুন কবীরের সম্ভাব্য নতুন রাজনৈতিক দল নিয়ে এবার মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, হুমায়ুন কবীর যদি আলাদা দল গড়েন, তা হলে তৃণমূল কংগ্রেসের মারাত্মক ক্ষতি হবে।

কী বলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)?

শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য, “অনেককে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেনি। আমি মুর্শিদাবাদকে তৃণমূলময় করে দিয়েছিলাম। হুমায়ুন কবীর চলে গেলে ২২ আসনে কংগ্রেস, সিপিএম জোট আর বিজেপি জিতবে।” তাঁর কণ্ঠে দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে শোনা গেল রাজনৈতিক বিশ্লেষণের ঝাঁজও।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, “মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস ছিল না। ১৯৯৮ সালে তৃণমূলের প্রতিষ্ঠা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, পূর্ণেন্দু বসু, ইন্দ্রনীল সেন, অনেককে দিয়েও মুর্শিদাবাদে সংগঠন গড়ে তুলতে পারেননি। আমাকে ২০০৫ থেকে ইন্দ্রনীলের সহযোগী করেছিলেন। ২০১৬ থেকে পুরো দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গোটা জেলাকে তৃণমূলময় করে দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কৃতিত্ব নেই।”

তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন উত্তেজনা। তৃণমূলের ক্ষতির আশঙ্কার পাশাপাশি শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্যে উঠে এসেছে একাধিক ঐতিহাসিক দাবি, যা ইতিমধ্যেই মুর্শিদাবাদ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু।

Suvendu Adhikari says Humayun Kabir’s new party will damage TMC

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে সুখবর! একাদশ-দ্বাদশের ফল ঘোষণার পরেই শূন্যপদ বাড়ানোর সিদ্ধান্ত নিল SSC

তবে শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্যের পাল্টা সুরেই মুখ খুলেছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। কটাক্ষ করে তিনি বলেন, “ওনার মনে হয় তৃণমূলের প্রতি প্রেমটা আবার জেগে উঠেছে। তৃণমূলের ভাল-মন্দের উনি এখন বিচার করছেন।” এর পরই তৃণমূল-বিজেপিকে এক সূত্রে গেঁথে আরও তির্যক মন্তব্য করে তিনি বলেন, “আমরা তো সব সময় বলি তৃণমূল মানেই বিজেপি, আর বিজেপি মানেই তৃণমূল। অবস্থানগত পরিবর্তন হতে পারে, পতাকাটা আলাদা। কিন্তু জন্মটা সব আরএসএসেরই। ফলে উনি ভাল চিনবেন।”