নতুন মুখে ভরসা মমতার! মাধ্যমিক-প্রাথমিকে শিক্ষক সেলের রদবদল তৃণমূলে, দায়িত্বে কারা?

Published on:

Published on:

Trinamool Congress announces new teachers cell committees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সেলের নতুন নেতৃত্ব ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের পক্ষ থেকে প্রকাশ করা হয় রাজ্য ও জেলা স্তরের পূর্ণাঙ্গ কমিটির তালিকা। নতুন কমিটির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এসেছে একাধিক নতুন মুখ, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

তৃণমূলের (Trinamool Congress) মাধ্যমিক শিক্ষক সেলের নতুন সভাপতি কে?

তৃণমূলের (Trinamool Congress) মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতি পদে এলেন প্রীতমকুমার হালদার। এর আগে এই দায়িত্বে ছিলেন বিজন সরকার। শনিবার প্রকাশিত তালিকায় তাঁর স্থলাভিষিক্ত হলেন প্রীতম। পাশাপাশি রাজ্য কমিটির চার জন সহ-সভাপতি ও ১৬ জন সম্পাদককেও ঘোষণা করা হয়েছে। রাজ্যজুড়ে ৩৫টি সাংগঠনিক জেলার সভাপতি পদেও নাম প্রকাশ করেছে দল।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতি পদেও পরিবর্তন আনল তৃণমূল (Trinamool Congress)। আগের সভাপতি পলাশ সাধুখাঁর জায়গায় এবার দায়িত্ব পেলেন মইদুল ইসলাম মোল্লা। এই সেলেরও রাজ্যজুড়ে ৩৫ জন জেলা সভাপতির নাম প্রকাশ করা হয়েছে। নতুন রাজ্য কমিটিতে রয়েছেন ছয় জন সহ-সভাপতি এবং ২০ জন সম্পাদক।

দলের তরফে জানানো হয়েছে, নবগঠিত দুই সেলকে সম্পূর্ণ শক্তি নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। বিশেষ করে নির্বাচন কমিশনের উদ্যোগে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, তার বিরুদ্ধে সংগঠনকে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে অল ইন্ডিয়া তৃণমূ ল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে।

Trinamool Congress announces new teachers cell committees

আরও পড়ুনঃ জনবহুল এলাকায় ডাম্পিং গ্রাউন্ড নয়, স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

তৃণমূল (Trinamool Congress) নেতৃত্বের বক্তব্য, রাজ্যের শিক্ষক সংগঠনের এই রদবদল দলের সংগঠনকে আরও গতিশীল করে তুলবে। নতুন সভাপতিদের হাতে দায়িত্ব তুলে দিয়ে এখন দলের লক্ষ্য আগামী দিনে সংগঠনকে আরও মজবুত ও বিস্তৃত করা।