বাংলাহান্ট ডেস্ক : মহিলা ক্রিকেট বিশ্বকাপ উঠেছে টিম ইন্ডিয়ার হাতে। আর ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। শুক্রবারই নিজের জন্মস্থান শিলিগুড়িতে ফিরেছেন তিনি। ঘরের মেয়ের বিশ্ব জয়ে উৎসবের মেজাজ উত্তরবঙ্গে। উচ্ছ্বসিত অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)। তিনিও যে উত্তরবঙ্গেরই মেয়ে। রিচার সাফল্য নিয়ে কী বললেন অভিনেত্রী?
রিচার সঙ্গে একই মঞ্চে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)
সম্প্রতি একই মঞ্চে উপস্থিত হয়েছিলেন মিমি (Mimi Chakraborty) এবং রিচা। গত শনিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছিল রিচাকে। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই মঞ্চে দেখা গিয়েছিল মিমিকেও (Mimi Chakraborty)। এদিন সংবাদ মাধ্যমের সামনে রিচাকে নিয়েও মুখ খোলেন তিনি।

রিচাকে নিয়ে কী বললেন অভিনেত্রী: মিমি বলেন, ‘আমার মতে এটা আমাদের সবার, প্রত্যেক ভারতবাসীর তো বটেই, প্রত্যেক বাঙালির কাছেও একটা গায়ে কাঁটা দেওয়ার মতো মুহূর্ত ছিল। যেদিন বিশ্বকাপটা হাতে নিয়েছিল, সেই রাতে হয়তো আমরা সবাই কেঁদেছি’। মিমি (Mimi Chakraborty) এবং রিচা, দুজনেই উত্তরবঙ্গের মেয়ে। তরুণী ক্রিকেটারের এই অবিস্মরণীয় সাফল্যে উৎফুল্ল মিমিও।
আরও পড়ুন : গ্রিন লাইনে ট্রাফিক ব্লক, মেট্রোর সময়সূচীতে বড়সড় বদল, রবিতেও অব্যাহত যাত্রী ভোগান্তি
রিচার সাফল্যে উচ্ছ্বসিত মিমি: এ বিষয়ে অভিনেত্রী বলেন তাঁর মা একটা কথা বলতেন তাঁকে, জন্মেছো তো দাগ রেখে যেও। আজ সেটা নিজের চোখে দেখলেন তিনি। মিমি (Mimi Chakraborty) জানান, তিনি রিচাকে জিজ্ঞাসা করেছিলেন, সেই রাতে কেমন অনুভূতি হচ্ছিল? পুরোপুরি উপলব্ধি করলে কীভাবে? উত্তরে রিচা বলেন, সেটা হয়নি। এতটাই আনন্দ ছিল প্রত্যেকের মনে। এটা সকলের কাছেই গর্বের বিষয় বলে মন্তব্য করেন মিমি (Mimi Chakraborty)।
শনিবার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় গান গাইতেও দেখা গিয়েছিল মিমিকে। ‘আমার পরাণ যাহা চায়’ রবীন্দ্রসংগীতটি গেয়ে প্রশংসা কুড়ান তিনি। পাশাপাশি রিচার সঙ্গে একটি ছবিও তোলেন মিমি। ক্যাপশনে রিচাকে ‘সোনার মেয়ে’ বলেও সম্বোধন করেন তিনি।












