অনলাইনে গোল্ড কেনার আগে হয়ে যান সাবধান! বিনিয়োগকারীদের সতর্ক করল SEBI

Published on:

Published on:

SEBI warns investors before buying gold online.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাজার নিয়ন্ত্রক SEBI (Securities and Exchange Board of India) গত শনিবার বিনিয়োগকারীদের ডিজিটাল বা ই-গোল্ড পণ্যে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক করে জানিয়েছে যে এগুলি তাদের নিয়ন্ত্রক কাঠামোর বাইরে রয়েছে। সেই কারণে সেগুলি উচ্চ ঝুঁকি বহন করে। মূলত, SEBI যখন পেরেছে যে বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল সোনাকে ভৌত সোনার সহজ বিকল্প হিসেবে আগ্রাসীভাবে প্রচার করছে। এমতাবস্থায়, সতর্কতা জারি করেছে SEBI।

কী জানিয়েছে SEBI:

SEBI স্পষ্টভাবে জানিয়েছে যে, ডিজিটাল সোনা কোনও নিরাপত্তা হিসাবে অবহিত নয় বা কোনও কমোডিটি ডেরিভেটিভ হিসেবে নিয়ন্ত্রিত নয়। ফলস্বরূপ, এটি সম্পূর্ণরূপে এর নিয়ন্ত্রক আওতার বাইরে। SEBI স্পষ্ট করে জানিয়েছে যে নিয়ন্ত্রিত সিকিউরিটিজের ক্ষেত্রে প্রযোজ্য বিনিয়োগকারী সুরক্ষা বিধানগুলি এই ধরণের অনিয়ন্ত্রিত ডিজিটাল সোনার স্কিমগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

 SEBI warns investors before buying gold online.

আপনি কোথায় বিনিয়োগ করতে পারেন: জানিয়ে রাখি যে, SEBI বিনিয়োগকারীদের শুধুমাত্র SEBI রেগুলেটেড তথা নিয়ন্ত্রিত উপকরণের মাধ্যমে সোনায় বিনিয়োগ করার পরামর্শ দিয়েছে। যার মধ্যে রয়েছে গোল্ড ETF, ইলেকট্রনিক গোল্ড রসিদ এবং এক্সচেঞ্জ-ট্রেডেড কমোডিটি ডেরিভেটিভস। এই পণ্যগুলি স্বীকৃত স্টক এক্সচেঞ্জে লেনদেন করা হয় এবং SEBI-র নিয়মাবলীর অধীন। উল্লেখ্য যে, বিনিয়োগ সর্বদা রেজিস্টার্ড মধ্যস্থতাকারীদের মাধ্যমে করা উচিত। রেজিস্ট্রেশন নেই এমন মধ্যস্থতাকারীদের মাধ্যমে লেনদেন করলে ক্ষতির ঝুঁকি বেশি থাকে।

আরও পড়ুন: জার্মানির প্রতিপক্ষের কাছে পরাজয়! দাবা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডি গুকেশ

ডিজিটাল সোনা কেনা: গত কয়েক বছরে, বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল সোনা বিক্রি শুরু করেছে। টাটা গ্রুপের ক্যারেটলেন, সেফগোল্ড, তানিষ্ক এবং এমএমটিসি-পিএএমপির মতো কোম্পানিগুলি ডিজিটাল সোনা উপলব্ধ করে।

আরও পড়ুন: আদানির এই কোম্পানির শেয়ারে হতে পারে ৩২ শতাংশের বৃদ্ধি! ব্রোকারেজ দিল কেনার পরামর্শ

এদিকে, ফোনপে, গুগল পে এবং পেটিএম-এর মতো অ্যাপগুলিও, এই কোম্পানিগুলির সঙ্গে অংশীদারিত্বে, ব্যবহারকারীদের কয়েক টাকার বিনিময়ে অনলাইনে সোনা কেনার বিকল্প দেয়।ক্যারাটলেনের মতে, ডিজিটাল সোনার মাধ্যমে গ্রাহকরা অনলাইনে সোনা কিনতে, তার হিসাব রাখতে এবং প্রয়োজনে গয়না বা সোনার কয়েন হিসেবে তা রিডিম করতে পারবেন।