বাংলাহান্ট ডেস্ক: রিলায়েন্স জিও এবং বিএসএনএল (BSNL) এর নেওয়া নতুন কৌশলে প্রতিদ্বন্দ্বী সংস্থা এয়ারটেল ও ভিআই (Vi)- এর কপালে চিন্তার ভাঁজ। কেন্দ্রীয় সরকার পরিচালিত বিএসএনএলের সঙ্গে যৌথভাবে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে দুটি নতুন ইন্ট্রা-সার্কেল রোমিং (আইসিআর) রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। মূলত যেসব এলাকায় জিও-র নিজস্ব নেটওয়ার্ক তুলনামূলক দুর্বল, সেইসব গ্রামীণ বা দুর্গম অঞ্চলে এই পরিষেবার মাধ্যমে বিএসএনএলের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকেরা ভয়েস কল, ডেটা ও এসএমএস পরিষেবা পাবেন নিরবচ্ছিন্নভাবে।
বিএসএনএলের (BSNL) সঙ্গে হাত মেলালো রিলায়েন্স জিও:
টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, জিওর এই নতুন দুটি আইসিআর রিচার্জ প্ল্যানের দাম রাখা হয়েছে ১৯৬ টাকা ও ৩৯৬ টাকা। দুই প্ল্যানের মেয়াদই ২৮ দিন। ১৯৬ টাকার প্ল্যানে গ্রাহক পাবেন ২ জিবি ডেটা, ১,০০০ মিনিট ভয়েস কল এবং ১,০০০টি এসএমএসের সুবিধা। অন্যদিকে, ৩৯৬ টাকার বড় প্ল্যানে ডেটা সুবিধা বেড়ে হয়েছে ১০ জিবি, তবে ভয়েস কল ও এসএমএসের সুবিধা একই রকম থাকবে—১,০০০ মিনিট ও ১,০০০টি মেসেজ। জিওর তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই রিচার্জ প্ল্যানগুলি শুধুমাত্র বিএসএনএলের (BSNL) আইসিআর নেটওয়ার্কেই কার্যকর হবে। অর্থাৎ জিওর নিজস্ব নেটওয়ার্ক, বা এয়ারটেল ও ভিআই-এর মতো অন্য কোনো টেলিকম সংস্থার নেটওয়ার্কে এই রিচার্জ ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন:SIR-এ প্রায় ৩ কোটি ভোটার পেতে পারেন নোটিস! তারপর কি করবেন? জানুন
এই উদ্যোগ জিওর বৃহত্তর কৌশলেরই অংশ, যার লক্ষ্য গ্রামীণ ও অর্ধ-শহুরে অঞ্চলে নেটওয়ার্ক কভারেজ আরও শক্তিশালী করা। বিএসএনএলের (BSNL) সঙ্গে নেটওয়ার্ক ভাগাভাগির মাধ্যমে জিও চায় যেন প্রত্যন্ত এলাকার গ্রাহকেরাও নিরবচ্ছিন্ন যোগাযোগ পরিষেবা পান। সম্প্রতি টেলিকম বিভাগের (DoT) এক্স (X) হ্যান্ডেলে ২ নভেম্বর একটি পোস্টে জানানো হয়েছে, রাজস্থানের উমেদ গ্রামে ৪জি সাইট পরিদর্শনের সময় বিএসএনএল ও জিও-র মধ্যে আইসিআর টেস্ট সফল হয়েছে। এতে বোঝা যাচ্ছে, এই উদ্যোগের ফলে ভারতের দূরবর্তী এলাকাগুলিতে সংযোগ ব্যবস্থার মান আরও উন্নত হবে।

আরও পড়ুন:প্রযুক্তির মাধ্যমেই হবে বাজিমাত! ২০৩০-এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছবে ভারতের Deeptech মার্কেট
এদিকে, বিএসএনএল (BSNL) ও জিওর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়তে এয়ারটেলও নিজস্ব উদ্যোগ নিয়েছে। ডিজিটাল ভারত নিধি (আগে যাকে ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড বলা হত)-এর অধীনে সরকারি অর্থায়নে ৪জি টাওয়ার বসাচ্ছে সংস্থাটি। এই টাওয়ারগুলি বসানো হয়েছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ ও বিহারের মতো রাজ্যের দুর্গম গ্রামীণ অঞ্চলে। কেন্দ্রীয় দূরসংযোগ দফতরের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার ফলে এই সব রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও দ্রুত ও স্থিতিশীল নেটওয়ার্ক পরিষেবা পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে জিও ও বিএসএনএলের (BSNL) যৌথ উদ্যোগ ভারতীয় টেলিকম শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করতে পারে। একদিকে গ্রামীণ ভারতের নেটওয়ার্ক ঘাটতি মেটানো, অন্যদিকে সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতার মাধ্যমে টেলিকম অবকাঠামো উন্নয়ন—এই দুই লক্ষ্য নিয়েই এগোচ্ছে দেশের টেলিকম দুনিয়া।












