বাংলাহান্ট ডেস্ক : রাজনীতির সঙ্গে বিনোদন জগতের যোগাযোগ দীর্ঘদিনের। বহু অভিনেতা অভিনেত্রীই অভিনয়ের পাশাপাশি কেরিয়ার গড়েছেন রাজনীতিতেও। অনেকে সাফল্য পেয়েছেন একই দলে। কেউ কেউ আবার বদলেছেন দল, এমনকি চিরতরে ছেড়েছেন রাজনীতিও। এই তালিকাতেই রয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharya)।
বিজেপিকে বিদায় জানিয়েছেন রূপা (Rupa Bhattacharya)
টলিউডের সেই তারকাদের মধ্যে তিনি অন্যতম, যারা একসময় বেছে নিয়েছিলেন বিজেপিকে। যদিও সেসব পাট চুকেছে অনেকদিন। বিজেপি তো ছেড়েছেনই, রাজনীতিও ছেড়ে দিয়েছেন রূপা (Rupa Bhattacharya)। কিন্তু তারপরেও অভিযোগ, হাতে কাজ নেই তাঁর।

কেন বিজেপিতে যোগদান: গত এপ্রিল মাসে ‘বিবি পায়রা’ ছবির শুটিং শেষের পর থেকেই কাজ ছাড়া বসে রয়েছেন রূপা। এর কারণ কি বিরোধী দলে দেওয়া? রূপা (Rupa Bhattacharya) অবশ্য বলছেন, টলিউডে যাতে কাজ আরও বাড়ে তার আশাতেই তারা কয়েকজন বিরোধী দলে গিয়েছিলেন। কিন্তু যন বোঝেন যে তাঁদের চাহিদা পূরণ হচ্ছে না, তখনই তাঁরা সরে আসেন।
আরও পড়ুন : ‘জন্মেছো তো…’, বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে নিয়ে বড় মন্তব্য মিমির
কেন মিলছে না কাজ: রূপা জানান, তাঁর মতো আরও কয়েকজন বিজেপি থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু তারপরেও অন্যান্যরা কাজ পেলেও পাচ্ছেন না তিনি। তাই এর কারণ রাজনীতি নয় বলেই মনে করেন রূপা (Rupa Bhattacharya)। তাঁর সঙ্গেই একসময় বিজেপিতে যোগ দিতে গিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। সম্প্রতি আবারও তৃণমূলে ফিরলেন তিনি। রূপাও কি তাই করবেন?
আরও পড়ুন : ‘নায়ক নয়, আমাকে প্রোডাক্ট বানিয়ে দিয়েছিল’, টলিউডকে নিয়ে বিষ্ফোরক প্রসেনজিৎ!
উত্তরে রূপা বলেন, দরকারে তিনি কাজের জন্য তদ্বির করতে পারেন। কিন্তু রাজনৈতিক দল বারবার বদলানোর পরিপন্থী তিনি নন। তাছাড়া তিনি যখন ছেড়েছেন তখন আর ওমুখো তখন আর ফিরবেন না বলেই জানান রূপা।












