শুরু হতে না হতেই ছক্কা, হিন্দি রিমেক হচ্ছে জলসার এই নতুন ধারাবাহিকের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : জাতীয় স্তরে পাল্লা দিয়ে বাড়ছে বাংলা সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা। প্রায়ই কোনও না কোনও বাংলা সিরিয়ালের হিন্দি রিমেকের খবর শোনা যাচ্ছে। এবার এই তালিকায় জুড়ল আরও এক নতুন ধারাবাহিক (Serial)। বাংলায় সম্প্রচার শুরু হতে না হতেই হিন্দি রিমেক তৈরিরও সুখবর আসায় উচ্ছ্বসিত দর্শকরা।

জলসায় সদ্য শুরু হয়েছে সিরিয়ালটি (Serial)

স্টার জলসায় নতুন যে সিরিয়াল গুলি শুরু হয়েছে তার মধ্যে অন্যতম ‘ও মোর দরদিয়া’। এই সিরিয়ালের (Serial) হাত ধরেই দীর্ঘ সময় পর ছোটপর্দায় কামব্যাক করেছেন ‘বাহা’ রণিতা দাস। আর ফিরেই ছক্কার পর ছক্কা। জলসায় ইতিমধ্যেই টিআরপি তালিকায় ভালো স্থান দখল করে নিয়েছে সিরিয়ালটি (Serial)। আর এবার তৈরি হচ্ছে এর হিন্দি রিমেক।

This star jalsha serial is going to remake in hindi

কারা রয়েছেন মুখ্য চরিত্রে: হিন্দি সিরিয়ালের (Serial) নাম রাখা হয়েছে ‘শেহজাদি’। ও মোর দরদিয়ার প্রথম ঝলকে রণিতাকে একজন নিম্নবিত্ত গৃহবধূর চরিত্রে দেখা গিয়েছিল। তাঁর অসৎ, প্রতারক স্বামীর ভূমিকায় রয়েছেন ফাহিম মির্জা। ধারাবাহিকের (Serial) নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল বিশ্বজিৎ ঘোষকে। প্রোমোতে দেখা যায়, অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বা অবস্থায় রণিতার চরিত্রটিকে ফেলে পালায় ফাহিম। অচেতন রণিতাকে উদ্ধার করে বিশ্বজিৎ। হাসপাতালে সন্তান জন্ম দেয় রণিতার চরিত্রটি।

আরও পড়ুন : ‘নায়ক নয়, আমাকে প্রোডাক্ট বানিয়ে দিয়েছিল’, টলিউডকে নিয়ে বিষ্ফোরক প্রসেনজিৎ!

কবে থেকে শুরু হবে: হিন্দি সিরিয়ালটির (Serial) প্রথম ঝলকও হুবহু একই রকম। এটা যে বাংলা সিরিয়ালেরই রিমেক হচ্ছে তা আর বুঝতে বাকি থাকে না। হিন্দি রিমেকটিতে মুখ্য চরিত্রে রয়েছেন আশিকা পাডুকোন ও অঙ্কিত রায়জাদা। তবে এই সিরিয়ালটি (Serial) কবে কখন থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন : টলিউডে কাজ বৃদ্ধির আশায় বিজেপিতে যোগদান, রাজনীতি ছাড়লেও এখন কাজ হীন রূপা!

প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর পর এই সিরিয়ালে মোর দরদিয়ার হাত ধরেই ছোটপর্দায় ফিরেছেন রণিতা। ১০ বছর পর আবার সেটে ফিরে অভিনেত্রী বলেন, বেশ নতুন একটা ব্যাপার। কী হচ্ছে ঠিক বুঝতেই পারছেন না তিনি। তবে এর মধ্যেই টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি।