বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indian Premier League) শুরু হওয়ার আগে থেকেই লোকসভা নির্বাচনের বিষয়টি মাথায় রাখা হয়েছিল। আর সেই কারণে এবার IPL-এর সূচি দু’ভাগে ঘোষণা করা হয়। প্রথমে আগামী ৭ এপ্রিল পর্যন্ত খেলার সূচি ঘোষণা করা হয়। যদিও, পরবর্তীকালে বাকি সূচি জানানো হয়েছে। এদিকে, অতীতে লোকসভা নির্বাচনের জন্য IPL দেশের বাইরে সম্পন্ন হলেও চলতি বছরে তা ঘটছে না। তবে, ভারতেই আয়োজিত এই মেগা টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণা করা হলেও সেই সূচিতে ফের পরিবর্তন হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে প্রভাব পড়তে পারে KKR-এর ম্যাচে। IPL-এর নতুন সূচি অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স তাদের ম্যাচগুলি পরপর ইডেন গার্ডেনে খেলবে। যদিও, এবার সেখানেই কিছু পরিবর্তন সম্পন্ন হতে পারে। এমতাবস্থায়, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, সূচি অনুযায়ী আগামী ১৭ এপ্রিল মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। কিন্তু, সেই ম্যাচের দিন বদল হতে পারে। নাহলে বদলে যেতে পারে ভেন্যু।
KKR's home game against Rajasthan Royals might get postponed or relocated.@vijaymirror has the details – https://t.co/MCbxw5Fv6M pic.twitter.com/EnVWiQif2f
— Cricbuzz (@cricbuzz) April 1, 2024
কেন ঘটবে এই পরিবর্তন: এই প্রসঙ্গে Cricbuzz-এর একটি আপডেট সামনে এসেছে। যেখানে বলা হয়েছে যে, ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে বিসিসিআই বিবেচনা করছে। পাশাপাশি, বোর্ডের আধিকারিকদের থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি, রাজ্য ক্রিকেট সংস্থা এবং সম্প্রচারকদেরও বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। উল্লেখ্য যে, আগামী ১৭ এপ্রিল সমগ্র দেশজুড়ে পালিত হবে রাম নবমী। এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ওই দিন রাম নবমীর মিছিল বেরোবে।
আরও পড়ুন: নতুন অর্থবর্ষ থেকেই ট্যাক্স সিস্টেমে হতে চলেছে পরিবর্তন? অর্থ মন্ত্রক জানিয়ে দিল বড় আপডেট
আর সেই কারণেই, ওই দিনটিতে IPL-এর ম্যাচ সম্পন্ন হলে সেক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে কিনা এই বিষয়টি চিন্তা বাড়িয়েছে কর্তৃপক্ষের। পাশাপাশি, ওই সময় লোকসভা নির্বাচনও চলবে। এমতাবস্থায় জানা গিয়েছে যে, BCCI এবং CAB এই বিষয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। সামগ্রিকভাবে বিষয়টির পরিপ্রেক্ষিতে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও, কিছু পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে BCCI
আরও পড়ুন: IPL-এ চলতি মরশুমের প্রথম জয়ের দিনই বড় ধাক্কা পেলেন পন্থ, কড়া অ্যাকশন নিল BCCI
KKR-এর ম্যাচ: জানিয়ে রাখি যে, ২০২৪-এর IPL-এ এখনও পর্যন্ত ২ টি ম্যাচ খেলেছে KKR। আর ওই ২ টি ম্যাচেই জয়লাভ করেছে তারা। এমতাবস্থায়, গত ৩ এপ্রিল তারা দিল্লির বিরুদ্ধে নামতে চলেছে। পাশাপাশি আগামী ৮ এপ্রিল CSK-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে KKR। তারপর একটানা ঘরের মাঠে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। সূচি অনুযায়ী, আগামী ১৪, ১৭, ২১, ২৬, ২৯ এপ্রিল রয়েছে ঘরের মাঠে ম্যাচ। এদিকে, ১৭ তারিখে কলকাতার সাথে রাজস্থানের ম্যাচটিকে ঘিরেই বর্তমানে চলছে চিন্তাভাবনা।