বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর অপেক্ষার অবসান কি শীঘ্রই? একাধিক মিডিয়া রিপোর্ট সেকথাই বলছে। মহার্ঘ ভাতা বা ডিএ মামলার (Dearness Allowance) চূড়ান্ত রায় নিয়ে বড় আপডেট সামনে এসেছে। যা নিয়ে নতুন করে আশা দেখা দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে।
ডিএ মামলার রায়দান নিয়ে বড় আপডেট | Dearness Allowance
সুপ্রিম কোর্টে (Supreme Court) গত ৮ সেপ্টেম্বর শেষ হয়েছিল ডিএ মামলার শুনানি। তবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা শুনানি শেষ হলেও রায়দান এখনও হয়নি। বর্তমানে “Heard and Reserved” রয়েছে। মঙ্গলবারই বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার রায়দান করতে পারে সর্বোচ্চ আদালত!
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী বুধবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে। ওইদিন ডিএ মামলার রায় প্রকাশ পেতে পারে। এক্ষেত্রে আগেরদিন সাপ্লিমেন্টারি বা দু’দিন আগে কনফার্ম লিস্টে রায়ের কথা উল্লেখ থাকতে পারে বলে আশাবাদী সরকারি কর্মীদের নেতা।
কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার, দুপুর ৩টের সময় মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। Hon’ble Mr. Justice Sanjay Karol এবং Hon’ble Mr. Justice Prashant Kumar Mishra এর বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে।

কনফেডারেশন তরফে আরও জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার আবার বিচারপতি কারোলের স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। তবে সেক্ষেত্রে দ্বিতীয় কোনও বিচারপতির নাম এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: চওড়া হবে শীতের কামড়! ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর
বহু বছর ডিএ ইস্যুতে আইনি লড়াই লড়েছেন সরকারি কর্মীরা। ডিএ মামলার রায় বেরোনোর অপেক্ষায় সকলে। সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে সকলের। ১২ই নভেম্বর রাজ্য সরকারি কর্মীদের জন্য কোনো সুখবর নিয়ে আসে কিনা সেটাই দেখার।












