বাংলাহান্ট ডেস্ক : সোনার দাম যতই বাড়ুক না কেন, ভারতীয়দের কাছে হলুদ ধাতুর গুরুত্ব অপরিসীম। বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে ভিড় জমে সোনার দোকানগুলিতে। সোনার দাম যেহেতু ক্রমেই বাড়ছে, তাই অনেকেই বেশি পরিমাণে সোনা কিনে রেখে দেওয়ার পক্ষপাতী। তবে সোনার মতো মূল্যবান ধাতুর ক্ষেত্রে ব্যাঙ্কের লকারের (Bank Locker) উপরেই ভরসা করে থাকেন বেশিরভাগ মানুষ। কিন্তু লকারগুলি কি আদৌ নিরাপদ? কী বলছে ব্যাঙ্কের লকার সংক্রান্ত নিয়ম?
ব্যাঙ্কের লকারে (Bank Locker) কেমন নিরাপত্তা থাকে?
ব্যাঙ্কগুলি সাধারণত লকারের (Bank Locker) নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা নিয়ে থাকে। ক্যামেরা, সীমিত প্রবেশাধিকার, দুটি চাবির ব্যবস্থা থেকে নির্দিষ্ট সময় নথিভুক্ত করা, নিরাপত্তা রক্ষীর মতো বন্দোবস্ত থাকে ব্যাঙ্কগুলিতে। ২০০৫ সালের এক মামলায় সুপ্রিম কোর্টের রায় বলছে, লকারের (Bank Locker) রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি যথাযথ সতর্কতা অবলম্বন করতে বাধ্য। নিরাপত্তায় কোনোরকম গাফিলতি যেমন দুর্বল নিরাপত্তার কারণে ডাকাতি, কর্মীর অসদাচরণে চুরির মতো ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হয় ব্যাঙ্ককে।

চুক্তিতেই উল্লেখ থাকে ব্যাঙ্কের দায়িত্ব: তবে লকারের ভেতরে কী রাখা হচ্ছে না হচ্ছে তা ব্যাঙ্ক জানে না এবং সেই জিনিসগুলির বিমাও কিন্তু করায় না। তাই অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ব্যাঙ্কের অবহেলাজনিত নয়, এমন চুরি হলে ব্যাঙ্ক কিন্তু ক্ষতিপূরণ দিতেও বাধ্য নয়। লকার (Bank Locker) নেওয়ার সময় চুক্তিতেই ব্যাঙ্কের দায়দায়িত্ব স্পষ্ট ভাবে উল্লেখ করা থাকে। লকার (Bank Locker) সংক্রান্ত নিয়মগুলি মেনে চললে পূর্ণ আইনগত অধিকারও বজায় থাকে গ্রাহকের।
আরও পড়ুন : শুরু হতে না হতেই ছক্কা, হিন্দি রিমেক হচ্ছে জলসার এই নতুন ধারাবাহিকের
বাড়িতে রাখা কতটা নিরাপদ: নতুন নিয়ম বলছে, লকার (Bank Locker) ভাঙার ক্ষেত্রেও বারবার লিখিত নোটিশ পাঠাতে বাধ্য ব্যাঙ্ক। নির্দিষ্ট অপেক্ষার সময় পেরোনোর পরেই এই ধরণের পদক্ষেপ নিতে পারে ব্যাঙ্ক। তাহলে কি ব্যাঙ্কের লকারের বদলে বাড়িতে গয়না রাখা উচিত? সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। সঠিক সেফের অভাব কিংবা বিমা না থাকলে চুরির সম্ভাবনা বেড়ে যায়। অনেকে অবশ্য বর্তমানে বেশি দামি বা ভারী গয়না ব্যাঙ্কের লকারে (Bank Locker) এবং হালকা দৈনন্দিন ব্যবহারযোগ্য গয়না বাড়িতে রাখেন।
আরও পড়ুন : ২০০২ সালের তালিকা কার্যকর নয়, প্রাক্তন ছিটমহলবাসীদের জন্য ছাড়, কী সিদ্ধান্ত নিল কমিশন?
ব্যাঙ্ক লকারে সোনার জিনিস রাখলে আলাদা ভাবে জুয়েলারি ইনস্যুরেন্স রাখা গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিমা অগ্নিকাণ্ড, চুরি বা ব্যাঙ্কের বাইরের ক্ষতিও কভার করে থাকে। সেই সঙ্গে রাখতে হবে গয়নার ছবি, ইনভয়েস। লকারের মধ্যে কী কী রয়েছে তার একটি তালিকাও তৈরি রাখা উচিত। দাবি জানানোর ক্ষেত্রে এগুলিই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ প্রমাণ।












