বাংলা হান্ট ডেস্ক: ভুল নাম শুনতে শুনতে রীতিমতো দিশেহারা হয়ে গিয়েছিলেন তিনি! আর তারপরে নিজের নামই পাল্টে দিলেন তারকা ক্রিকেটার। হ্যাঁ, ঠিকই পড়ছেন। ইংল্যান্ডের (England) ODI এবং T20 দলের অধিনায়ক জস বাটলার (Jos Buttler) আনুষ্ঠানিকভাবে তার নাম পরিবর্তন করে “জোশ” (Josh) করেছেন। পাশাপাশি, তিনি স্বীকার করেছেন যে, তাঁকে সারাজীবন ভুল নামে ডাকা হয়েছে।
ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে বাটলার বলেছেন যে তিনি “এই সমস্যাটির সমাধান খুঁজে পেয়েছেন।” এই ক্রিকেটার জানান যে, ছোটবেলা থেকেই তাঁকে ভুলভাবে “জোশ” বলা হত। তাই ৩০ বছরেরও বেশি সময় ধরে সঠিক নাম শোনার চেষ্টা করার পরে, তিনি এখন তাঁর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন।
View this post on Instagram
নাম পরিবর্তনের কয়েক ঘণ্টা পর খেলবেন ম্যাচ: উল্লেখ্য যে, বাটলার তাঁর নতুন নাম নিয়ে প্রথম ম্যাচটি খেলবেন IPL-এই। যেখানে তাঁর দল রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। উল্লেখ্য যে, বাটলার ২ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং IPL ২০২২-এ সর্বাধিক রান করার জন্য তিনি অরেঞ্জ ক্যাপও জিতেছেন।
আরও পড়ুন: মুদ্রাস্ফীতির দাপটে কাবু কাঙাল পাকিস্তান! পেট্রোলের দাম পৌঁছল ২৯০ টাকায়, চরম বিপাকে সাধারণ মানুষ
ওই বছর, তিনি ৫৭.৫৩ গড়ে ৮৬৩ রান করেন. যেখানে ছিল ৪ টি হাফ সেঞ্চুরি এবং ৪ টি সেঞ্চুরি। কিন্তু গত বছর তিনি রানের নিরিখে ১৮ তম অবস্থানে ছিলেন এবং এই বছরও এখনও তাঁর ব্যাট বড় রান পাননি। উল্লেখ্য যে, বাটলার এখনও পর্যন্ত IPL ২০২৪-এর দু’টি ম্যাচে মাত্র ১১ করে রান করেন।
আরও পড়ুন: আমেরিকা থেকে আসা একটি খবরেই রেকর্ড গড়ল সোনার দাম! মাথায় হাত ক্রেতাদের
আন্তর্জাতিক কেরিয়ার: ৩৩ বছর বয়সী জোশ বাটলার এখনও পর্যন্ত তার আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৫৭ টি টেস্ট, ১৮১ টি ODI এবং ১১৪ টি T20 ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর রয়েছে ২,৯০৭ রান, ODI-তে ৫,০২২ রান এবং T20-তে তিনি করেন ২,৯২৭ রান। এদিকে, তাঁর IPL কেরিয়ারের দিকে তাকালে বাটলার এখনও পর্যন্ত ৯৮ টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি ১৪৭ স্ট্রাইক রেটে ব্যাট করে ৩,২৪৫ রান করেছেন। IPL-এ এখনও পর্যন্ত তিনি ৫ টি সেঞ্চুরি এবং ১৯ টি হাফ সেঞ্চুরি করেছেন।