CAA আবেদন নিয়ে বড় সিদ্ধান্ত, ১০ দিনের মধ্যে নিষ্পত্তির আশ্বাস কেন্দ্রের!

Published on:

Published on:

Central announces big decision in Calcutta High Court on CAA
Follow

বাংলা হান্ট ডেস্কঃ SIR প্রক্রিয়ার মধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ CAA নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় সরকার। এক স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) কেন্দ্রের তরফে জানানো হয় যে, পশ্চিমবঙ্গ থেকে CAA-র আওতায় নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করেছেন, তাঁদের আবেদন ১০ দিনের মধ্যে বিবেচনা করা হবে।

দেশজুড়ে প্রায় ৫০ হাজার মানুষ CAA-র মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন বলে আদালতে (Calcutta High Court) জানায় কেন্দ্র। তাদের মধ্যে রাজ্যে যাঁদের আবেদন পড়ে রয়েছে, তাঁদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হাই কোর্টে জানান, প্রতিবেশী রাষ্ট্র থেকে বেআইনিভাবে আসা আবেদনকারীদের নাগরিকত্ব বিষয়ক নথি ১০ দিনের মধ্যেই বিবেচনা করা হবে।

আদালতে (Calcutta High Court) শুনানি, কেন্দ্র-রাজ্যের যুক্তি পাল্টা যুক্তি

আজ সোমবার এই মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী, যিনি আদালতে জানান,“রাজ্য আমাদের কাছে কিছু পাঠায়নি। নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাজ্যকে আবেদন পাঠাতে হয়, কিন্তু এখানে তা হয়নি।”

অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এই বিষয়ে রাজ্যের কোনও ভূমিকা নেই, কারণ নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় কাজ করছে কেন্দ্রীয় কমিশন। রাজ্যের তরফে বলা হয়, তারা শুধুমাত্র প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব কেন্দ্রের।

এদিন মামলাকারীর আইনজীবী মৈনাক বসু আদালতে (Calcutta High Court)বলেন, “দেশজুড়ে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে। কিন্তু এই আবেদনগুলির ভবিষ্যৎ কী, তা এখনও অজানা। কেন্দ্র অন্তত সিদ্ধান্ত নিক।অনুমোদন দিক বা বাতিল করুক।” তিনি আরও দাবি করেন, SIR এর এনুমারেশন ফর্মে CAA আবেদনকারীদের জন্য কোনও আলাদা অপশনই রাখা হয়নি, ফলে আবেদনকারীরা সমস্যায় পড়েছেন।

এখন প্রশ্ন উঠছে যাঁরা নাগরিকত্ব পেয়ে যাবেন, তাঁদের জন্য কি SIR প্রক্রিয়ায় নতুন কোনও ফর্ম দেওয়া হবে, নাকি বর্তমান ফর্মের সঙ্গেই নথি যুক্ত করে জমা দিতে হবে? বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও নির্দেশিকা আসেনি। ফলে, আবেদনকারীরা এখন তাকিয়ে আছেন কমিশনের সিদ্ধান্তের দিকেই।

Central announces big decision in Calcutta High Court on CAA

আরও পড়ুনঃ ‘আমাকে তো প্রধানমন্ত্রীর মতো দেখতে লাগলে..,’ নিজের সাদামাটা লুকের রহস্য ফাঁস করলেন সায়নী ঘোষ

এই প্রসঙ্গে হাই কোর্টে (Calcutta High Court) কেন্দ্র স্পষ্ট করে জানায় যে, এই সিদ্ধান্ত আপাতত শুধুমাত্র এই মামলার আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। দেশের অন্যান্য প্রদেশে যেখানে একই ধরনের মামলা বিচারাধীন, সেখানে এই নির্দেশ কার্যকর নয়। তবে আদালতের মতে, কেন্দ্রের এই আশ্বাসে অন্তত কিছুটা স্বস্তি মিলেছে রাজ্যের সিএএ আবেদনকারীদের মধ্যে।