IPL ২০২৬-এর আগে বড় পরিবর্তন! এই ৫ তারকা খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে KKR

Published on:

Published on:

Kolkata Knight Riders may release these 5 star players.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর আগে নিলামের পর্ব আগামী ডিসেম্বরে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর জন্য, সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলিকে তাদের রিলিজ করা ধরে রাখা খেলোয়াড়দের তালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে BCCI-এর কাছে জমা দিতে হবে। এমতাবস্থায়, ৩ বারের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) IPL ২০২৬-এর নিলামের আগে ৫ জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বড় পরিবর্তন করতে পারে KKR (Kolkata Knight Riders):

২০২৫ সালে IPL-এ KKR-এর পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স IPL ২০২৫-এ তেমন নজর কাড়তে পারেনি। KKR (Kolkata Knight Riders) ওই মরশুমে ১৪ টি ম্যাচে মাত্র ৫ টিতে জয়লাভ করে। যার ফলে তারা প্লে-অফেও এন্ট্রি নিতে পারেনি। পয়েন্ট তালিকায় তারা ছিল অষ্টম স্থানে। এমতাবস্থায়, ২০২৫ সালের IPL-এ খারাপ পারফরম্যান্সের পর, ৩ বারের চ্যাম্পিয়ন KKR পরবর্তী মরশুমের আগে কৌশলগত পরিবর্তন আনতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, IPL ২০২৬ নিলামের আগে KKR যে ৫ জন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে সেই সম্ভাব্য তালিকা সম্পর্কে বর্তমান প্রতিবেদনে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Kolkata Knight Riders may release these 5 star players.

১. স্পেন্সার জনসন: IPL ২০২৫-এর মেগা নিলামে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে ২.৮০ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে, ওই মরশুমে জনসনের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তিনি ৪ টি ম্যাচে মাত্র ১ টি উইকেট পেয়েছিলেন।

আরও পড়ুন: “অজুহাত ত্যাগ করে জয়ের দিকে মনোযোগ”, T20 বিশ্বকাপের আগে খেলোয়াড়দের সতর্ক করলেন গম্ভীর

২. মঈন আলী: ২০২৫ সালের মেগা নিলামে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে কলকাতা নাইট রাইডার্স বেস প্রাইস ২ কোটি টাকায় কিনেছিল। মঈন ২০২৫ সালে KKR (Kolkata Knight Riders)-এর হয়ে মাত্র কয়েকটি ম্যাচ খেলেছিলেন এবং তাঁর পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি ৬ টি ম্যাচে মাত্র ৫ রান করেন এবং ৬ টি উইকেট নিয়েছিলেন। এমতাবস্থায়, IPL ২০২৬-এর নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করতে পারে KKR। মঈন আলী IPL-এ ৭৩ টি ম্যাচ খেলে ১,১৬৭ রান করেছেন এবং ৪১ টি উইকেট নিয়েছেন।

৩. অনরিখ নর্টজে: দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার অনরিখ নর্টজেকে ২০২৫ সালের IPL নিলামে কলকাতা নাইট রাইডার্স ৬.৫ কোটি টাকায় কিনেছিল। এই তারকা ফাস্ট বোলর চোটের কারণে IPL ২০২৫ মরশুমে KKR-এর হয়ে মাত্র ২ টি ম্যাচ খেলেছিলেন। এদিকে, নর্টজের বারবার চোট এবং খারাপ পারফরম্যান্সের কারণে, KKR এখন আIPL ২০২৬ নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়ে অন্য একজন প্রভাবশালী ফাস্ট বোলার কেনার কথা বিবেচনা করতে পারে। IPL-এর ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম একজন হিসেবে বিবেচিত অনরিখ নর্টজে এখনও পর্যন্ত ৪৮ টি ম্যাচে ৬১ টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি! মহিলার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ভারতের IPL তারকার

৪. ভেঙ্কটেশ আইয়ার: IPL ২০২৫-এর মেগা নিলামে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বিগত কয়েক বছর ধরে এই দলের সঙ্গে যুক্ত থাকা ভেঙ্কটেশ গত মরশুমে KKR (Kolkata Knight Riders)-এর হয়ে ভালো পারফর্ম করতে ব্যর্থ হন। তিনি ১১ টি ম্যাচে ২০.২৮ গড়ে মাত্র ১৪২ রান করতে সক্ষম হন। তাই, ২০২৬ নিলামের আগে KKR ভেঙ্কটেশকে অন্য কোনও অলরাউন্ডারের খোঁজ করতে পারে। ভেঙ্কটেশ আইয়ার ৬২ টি IPL ম্যাচে ১৩৭.৩২ স্ট্রাইক রেটে ১,৪৬৮ রান করেছেন। যার মধ্যে ১২ টি হাফ-সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি রয়েছে।

৫. কুইন্টন ডি কক: IPL ২০২৫-এর মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কককে ৩.৬ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তবে, ডি কক প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হন। তিনি ২০২৫-এর IPL-এ ৮ টি ম্যাচে মাত্র ১৫২ রান করেন। IPL ২০২৬-এর নিলামে অন্যান্য উইকেটকিপিং বিকল্প উপলব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, KKR ডি কককে ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করতে পারে। এর ফলে বিদেশি স্লটও খালি হবে। উল্লেখ্য যে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক IPL শিরোপা জিতেছেন কুইন্টন ডি কক। তিনি IPL-এ ১১৫ টি ম্যাচে ৩,৩০৯ রান করেছেন। যার মধ্যে ২ টি সেঞ্চুরি এবং ২৪ টি হাফ-সেঞ্চুরি রয়েছে।