আরও সহজ এবং নিরাপদ পরিষেবা! UIDAI নিয়ে এল নতুন আধার অ্যাপ, মিলবে একগুচ্ছ সুবিধা

Published on:

Published on:

UIDAI brings new Aadhaar App.
Follow

বাংলাহান্ট ডেস্ক: দেশে আধার কার্ড এখন আরও আধুনিক ও নিরাপদ রূপে হাজির। UIDAI নতুন আধার অ্যাপ (Aadhaar App) চালু করেছে, যা আগের তুলনায় অনেক বেশি সহজ, সুরক্ষিত এবং সম্পূর্ণ পেপারলেস। এই নতুন অ্যাপের মাধ্যমে আধার-সংক্রান্ত প্রায় সব পরিষেবা এখন মোবাইল থেকেই ব্যবহার করা যাবে—যেখানেই থাকুন না কেন, যেকোনও সময়।

UIDAI নিয়ে এল নতুন আধার অ্যাপ (Aadhaar App)

UIDAI তাদের সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ ঘোষণা করেছে যে, এই নতুন আধার অ্যাপটি (Aadhaar App) অ্যান্ড্রয়েড ও আইফোন—উভয় ব্যবহারকারীর জন্যই উপলব্ধ। নতুন সংস্করণে লগইন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে এবং ডেটা নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী করা হয়েছে। সংস্থার দাবি, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আইএসের সঙ্গে রয়েছে যোগাযোগ? ভারতে হামলার পরিকল্পনায় অস্ত্র চালান করতে গিয়ে গুজরাত থেকে ধৃত ৩

নতুন আধার অ্যাপ (Aadhaar App) ভারতের ডিজিটাল আইডেন্টিটি সিস্টেমকে আরও উন্নত করেছে। এই অ্যাপ ব্যবহার করে নাগরিকরা তাদের পরিচয়-সংক্রান্ত সমস্ত পরিষেবা ডিজিটাল উপায়ে, নিরাপদে ব্যবহার করতে পারবেন। ফলে এখন থেকে আর সব সময় ফিজিক্যাল আধার কার্ড বহন করার প্রয়োজন হবে না। মোবাইলেই থাকবে আধারের সমস্ত পরিষেবা, একদম হাতের নাগালে।

অ্যাপটির (Aadhaar App) অন্যতম বৈশিষ্ট্য হল, এটি ব্যবহারকারীদের ডিজিটাল উপায়ে নিজেদের পরিচয় ভাগ করার সুযোগ দেয়। এতে রয়েছে কিউআর কোড স্ক্যানিং ও ফেস রিকগনিশন ফিচার, যার মাধ্যমে আধার যাচাই (ভেরিফিকেশন) আরও দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে ব্যবহারকারী চাইলে নিজের বায়োমেট্রিক ডেটা লক বা আনলক করতে পারবেন—ফলে তথ্যের অপব্যবহারের আশঙ্কা অনেকটাই কমে যাবে। এই অ্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রাইভেসি নিয়ন্ত্রণ। ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন, আধারের কোন তথ্য তিনি অন্যের সঙ্গে শেয়ার করবেন এবং কোনটি গোপন রাখবেন। এতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার হবে। এছাড়া, অ্যাপটি ব্যবহারকারীকে জানাবে যে তাঁর আধার কখন এবং কোথায় ব্যবহার হয়েছে—ফলে প্রতিটি কার্যকলাপের পূর্ণ রেকর্ড থাকবে হাতে। আরও একটি উল্লেখযোগ্য ফিচার হল—একই অ্যাপে পরিবারের একাধিক সদস্যের আধার কার্ড যুক্ত করা সম্ভব। এতে পরিবারের সকলের পরিচয়পত্র এক জায়গায় সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে।

UIDAI brings new Aadhaar App.

আরও পড়ুন:মুসলিমরা কি RSS-এ যোগ দিতে পারবেন? রাখঢাক না রেখে কী জানালেন মোহন ভাগবত?

নতুন আধার অ্যাপ (Aadhaar App) ব্যবহার করতে হলে প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করতে হবে। প্রয়োজনীয় পারমিশন দেওয়ার পর আধার নম্বর প্রবেশ করাতে হবে। এরপর শর্তাবলীতে সম্মতি জানিয়ে আধার-সংযুক্ত মোবাইল নম্বরটি ভেরিফাই করতে হবে, কারণ মোবাইল যাচাই ছাড়া অ্যাপ সেটআপ সম্পূর্ণ করা যাবে না। তারপর ফেস অথেন্টিকেশন বা মুখ যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শেষ ধাপে একটি নিরাপদ পিন সেট করলেই ব্যবহারকারী আধারের সমস্ত ডিজিটাল পরিষেবা উপভোগ করতে পারবেন।

সরকারের দাবি, এই আধার অ্যাপ (Aadhaar App) দেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে ডিজিটাল ইন্ডিয়া মিশনের পথে। এর মাধ্যমে নাগরিকদের পরিচয় যাচাই, নিরাপত্তা ও গোপনীয়তা—সব কিছুই থাকবে একত্রে, আধুনিক প্রযুক্তির সুরক্ষায়।