বাংলা হান্ট ডেস্ক: দিল্লিতে লালকেল্লার কাছে ঘটা ভয়াবহ বিস্ফোরণে (Delhi Explosion) একটি নতুন প্যাটার্ন লক্ষ্য করা গেছে। যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে তাতে একাধিক যাত্রী ছিল বলে জানা গিয়েছে। গাড়িটির পেছনের দিকে বিস্ফোরণটি ঘটে। তবে, বিস্ফোরণের স্থলে কোনও গর্ত তৈরি হয়নি। এদিকে, আহতদের শরীরে কোনও ধাতব বস্তু বা তারও ঢোকেনি। বিস্ফোরণে তৈরি হওয়া আগুনে আহতদের শরীর কালোও হয়ে যায়নি।
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ (Delhi Explosion):
ইতিমধ্যেই দিল্লি স্পেশাল সেল টিম, ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশগুলি থেকে গাড়ির নম্বর শনাক্ত করার জন্য কাজ করছে। এদিকে, দিল্লি পুলিশ সূত্রের মতে, লালকেল্লার কাছে বিস্ফোরণটি (Delhi Explosion) কোনও সাধারণ বিস্ফোরণ ছিল না। বরং, একটি প্রচণ্ড বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রভাব ২০০ মিটার পর্যন্ত পৌঁছেছিল। বিস্ফোরণের ফলে চারিদিকে দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে এই ঘটনাটিকে নাশকতার পরিকল্পনা হিসেবে বিবেচিত করা হলেও তদন্ত চলছে।
#WATCH | Delhi: National Security Guard (NSG) team arrives at the spot after the blast near Gate no 1 of the Red Fort Metro station in Delhi. pic.twitter.com/NaYvTwnj5l
— ANI (@ANI) November 10, 2025
সন্ধ্যায় বিস্ফোরণটি ঘটে: জানিয়ে রাখি যে, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে এই বিস্ফোরণ (Delhi Explosion) ঘটে। চলন্ত গাড়ির ভেতরে বিস্ফোরণটি ঘটে বলেও জানা যায় বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। তৎক্ষণাৎ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর একাধিক গাড়িতে আগুন ধরে যায়।
আরও পড়ুন: ৩০ টাকার কমের এই স্টকই শেয়ার বাজারে দেখাচ্ছে ধামাকা! ১৭ শতাংশ বাড়ল দাম
এদিকে, বিস্ফোরণে (Delhi Explosion) আশেপাশের দোকানগুলির জানালা ভেঙে যায়। রাস্তার চারিদকে ছিন্নভিন্ন মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: IPL ২০২৬-এর আগে বড় পরিবর্তন! এই ৫ তারকা খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে KKR
বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে: বিস্ফোরণে (Delhi Explosion) একাধিক গাড়ি ক্ষতির সম্মুখীন হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের যানবাহণগুলিকে গ্রাস করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে অনেকে চেয়ার থেকে পড়ে যান। দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য পাওয়ার সাথে সাথেই দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দিল্লি পুলিশ, স্পেশাল সেল, ফরেনসিক সার্ভিসেস, এনআইএ এবং এনএসজির দল তদন্ত করছে। এলাকাটি বর্তমানে সিল করে দেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।












