বাংলাহান্ট ডেস্ক : হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে ভক্তদের মধ্যেও ছড়িয়েছে উদ্বেগ। এমনকি মাঝে ছড়িয়ে পড়েছিল ধর্মেন্দ্রর (Dharmendra) ভুয়ো মৃত্যু সংবাদও। কেমন আছেন অভিনেতা? স্বামীর শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী।
হাসপাতালে ভর্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)
জানা গিয়েছে, ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেটরে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। এদিন হেমা এবং ধর্মেন্দ্র পুত্র সানি দেওল দুজনকেই দেখা গিয়েছে হাসপাতাল চত্বরে। সানির উদ্বিগ্ন মুখ পাপারাৎজির ক্যামেরাবন্দি হতেই জল্পনা বাড়ে নেটিজেনদের মধ্যে। সংবাদ মাধ্যমের তরফে হেমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধর্মেন্দ্রর (Dharmendra) দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।

কেমন আছেন অভিনেতা: অন্যদিকে সানির টিমের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ধর্মেন্দ্রর (Dharmendra) অবস্থা আপাতত স্থিতিশীল। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আরও আপডেট পাওয়া গেলে তাও শেয়ার করা হবে। তবে পরিবারের গোপনীয়তা রক্ষার অধিকারকে সম্মান জানানোর জন্যও অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন : নিরামিষের দিনে অতিথি হাজির? পাতে সাজিয়ে দিন মৌরি ছানা, তারিফ হবেই
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ধর্মেন্দ্র: প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকেই ধর্মেন্দ্রর (Dharmendra) অসুস্থতার খবর জানা গিয়েছিল। তারপরেই এদিন খবর আসে অভিনেতার শারীরিক পরিস্থিতির হঠাৎ করেই অবনতি হয়েছে। শ্বাসকষ্টের কারণে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। তিনি দ্রুত সুস্থ ফিরে আসুন, সেটাই কামনা করছেন সকলে।
আরও পড়ুন : ভয়ঙ্কর বিষ্ফোরণে তোলপাড় দিল্লি, কলকাতায় জারি হাই অ্যালার্ট! বড় পদক্ষেপ লালবাজারের
উল্লেখ্য, প্রথম স্ত্রী প্রকাশ কউর বর্তমান থাকতেই হেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ধর্মেন্দ্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল মুখ খোলেন ধর্মেন্দ্রর বিষয়ে। তিনি বলেন, ‘পাপা’ এখন মোটেই একা নন। খান্ডালার ফার্ম হাউসে ‘মমি’র (প্রকাশ কউর) সঙ্গে থাকেন তিনি। দুজনেরই বয়স হয়েছে, তাই শান্তিতে সেখানে সময় কাটাতে ভালোবাসেন তাঁরা। সেখানের আবহাওয়া সুন্দর, খাবারও ভালো। ধর্মেন্দ্র (Dharmendra) জায়গাটিকে এক স্বর্গে পরিণত করেছেন বলে মন্তব্য করেছিলেন ববি।












